| |
               

মূল পাতা ইসলাম এবার বাংলাসহ ১৪ ভাষায় সম্প্রচার হবে পবিত্র হজের খুতবা


এবার বাংলাসহ ১৪ ভাষায় সম্প্রচার হবে পবিত্র হজের খুতবা


রহমত ডেস্ক     02 July, 2022     01:09 PM    


পবিত্র হজের খুতবা এবার বাংলাসহ ১৪টি ভাষায় সৌদি আরবের সরকারি ওয়েবসাইট থেকে লাইভ সম্প্রচার হবে। শ্রোতার কাছে সংযম ও সহনশীলতার বার্তা পৌঁছে দিতেই এ পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার। আগামী ৮ জুলাই আরাফাত দিবসে মসজিদে নামিরা থেকে দেয়া হবে হজের খুতবা।

শনিবার (২ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ।

খবরে বলা হয়, আগামী ৮ জুলাই আরাফাত দিবসে মক্কার নামিরা মসজিদ থেকে দেওয়া হজের খুতবাটি দেশটির সরকারি ওয়েবসাইট থেকে সরাসরি অনুবাদ সম্প্রচার করা হবে। সৌদি কর্তৃপক্ষ হজযাত্রী ও দর্শনার্থীদের সেবা প্রদানের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিশ্বকে ইসলামের সংযম ও সহনশীলতার বার্তা পৌঁছে দিতে আগ্রহী। 

অনুবাদের তালিকায় থাকা ভাষাগুলো হলো ইংরেজি, বাংলা, ফরাসি, মালয়, তুর্কি, হাউসা, স্প্যানিশ, ভারতীয়, উর্দু, ফার্সি, রুশ, চীনা, সোয়াহিলি এবং তামিল। হজ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, অনুবাদের ফলে বিশ্বের ২০ কোটি মানুষের কাছে পৌঁছাবে আরাফাত দিবসের খুতবা।

এবার হজে অংশ নিচ্ছেন দেশি-বিদেশি ১০ লাখের বেশি মুসুল্লি। এদের মধ্যে সাড়ে ৮ লাখই বিদেশি। আর দেড় লাখ সৌদি আরবের নাগরিক।