| |
               

মূল পাতা সারাদেশ জিও ব্যাগ ফেলে গোয়ালেরচর ব্রক্ষ্মপুত্র নদী ভাঙ্গনরোধ কার্যক্রম চলছে


জিও ব্যাগ ফেলে গোয়ালেরচর ব্রক্ষ্মপুত্র নদী ভাঙ্গনরোধ কার্যক্রম চলছে


রহমত ডেস্ক     28 June, 2022     07:24 PM    


জিও ব্যাগ ফেলে ইসলামপুর গোয়ালেরচর ব্রক্ষ্মপুত্র নদী ভাঙ্গনরোধের কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ (২৮ জুন) মঙ্গলবার সকালে উদ্বোধনের তদারকি সময় ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. তানভীর হাসান রুমান, ইসলামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, জামালপুর পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী আজিজুর রহমান, গোয়ালেরচর ইউপি চেয়ারম্যান আঃ রহিম বাদশাসহ অনেকেই উপস্থিত ছিলেন।

জানা যায়, উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকা ব্রক্ষ্মপুত্র নদীর ভাঙ্গন থেকে রক্ষা পেতে এলাকাবাসী গত কয়েকদিন আগে বাশঁ পাইলিং দিলেও বন্যার পানি ঘূর্ণমান ¯্রােতে বাশেঁর পাইলিং নদী গর্ভে বিলিন হয়ে বন্যার পানিতে ভেসে গেছে। ভাঙ্গনে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে ইসলামপুর-বকশীগঞ্জ পাকা রোড , শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ী, ফসলী জমি, রাস্তাঘাট, বিদ্যুতের খুটিসহ বহুস্থাপনা। এ ব্যাপারে মিডিয়ায় খর প্রকাশ হলে সংশ্লিষ্ট প্রশাসন ব্রক্ষ্মপুত্র নদী ভাঙ্গন রোধে গোয়ালেরচর উত্তর মোহাম্মদপুরে ১২০মিটার নদীর তীরে ৮হাজার জিও ব্যাগ বস্তা ফেলার কার্যক্রম শুরু করেছে।

ব্রক্ষ্মপুত্র নদী ভাঙ্গন রোধে গুরুত্বপূর্ণ এলাকা বিবেচনায় পর্যায়ক্রমে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছেন জামালপুর পানি উন্নয় বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাইদ।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ময়মনসিংহ জামালপুর ইসলামপুর