| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ১০০ কোটি বরাদ্দ


আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ১০০ কোটি বরাদ্দ


মুসলিম বিশ্ব     23 June, 2022     11:27 AM    


আফগানিস্তানে সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ১০০ কোটি আফস (আফগানি মুদ্রা) বরাদ্দ করেছে দেশটির ক্ষমতাসীন সরকার। বুধবার (২২ জুন) এক সংবাদ সম্মেলনে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক উপমন্ত্রী মৌলভি শরফুদ্দিন মুসলিম এ তথ্য জানান। তিনি বলেন, যেসব পরিবারে কেউ নিহত হয়েছে, তাদের জন্য ১ লাখ আফস এবং আহত পরিবারগুলোকে ৫০ হাজার আফস দেয়া হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই অর্থ প্রদান করা হচ্ছে।

মঙ্গলবারের (২১ জুন) ওই ভূমিকম্পে দেশটিতে কমপক্ষে ১ হাজার লোক নিহত ও ১,৫০০ জন আহত হয়েছেন। এখনো উদ্ধার অভিযান চলছে।

আফগান প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আফগানিস্তানের ক্ষতিগ্রস্ত জনগনের সহায়তার জন্য ১ বিলিয়ন আফস বরাদ্দ করা হয়েছেত

ভূমিকম্পের ক্ষতি কাটিয়ে ওঠতে সহায়তা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানান আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক উপমন্ত্রী মৌলভি শরফুদ্দিন মুসলিম । তিনি বলেন, ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কয়েকটি দল কাজ করতে শুরু করেছে।

সূত্র,  তোলো নিউজ।