| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব হাজার ছাড়িয়েছে নিহত, খোঁড়া হচ্ছে ‘কবরের পর কবর’


হাজার ছাড়িয়েছে নিহত, খোঁড়া হচ্ছে ‘কবরের পর কবর’


মুসলিম বিশ্ব ডেস্ক     22 June, 2022     08:06 PM    


আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় দুই প্রদেশ পাকতিয়া ও খোস্টে বুধবার ভোরে ঘটে যাওয়া ৬ দশমিক ১ মাত্রার ভূমিকে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। নিহতদের সমাধিস্থ করতে এই দুই প্রদেশে একের পর এক কবর খোঁড়া হচ্ছে বলে জানিয়েছে দুই প্রদেশের প্রাদেশিক কর্তৃপক্ষ। আফগানিস্তানের সামাজিক যোগাযোগমাধ্যমেও ভূমিকম্পের ক্ষয়ক্ষতির বিভিন্ন স্থিরচিত্র ও ভিডিও ঘুরে বেড়াচ্ছে। তবে পাকতিয়া ও খোস্টে বিপর্যয় ও ক্ষয়ক্ষতির যে ব্যাপকতা, সেই তুলনায় উদ্ধার তৎপরতার গতি বেশ কম। হতাহতদের সরিয়ে আনতে হাতে গোনা কয়েকটি উড়োজাহাজ ও হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।

আফগানে ক্ষমতাসীন তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের পাকতিয়া শাখার প্রধান মোহাম্মদ আমিন হুজায়ফা এএফপিকে বলেন, ভূমিকম্পে এই পাকতিয়া প্রদেশেই অন্তত ১ হাজার মানুষ নিহত হয়েছেন। তাদের সমাধিস্থ করতে এখানে একের পর এক কবর খুঁড়তে হচ্ছে। পাকতিয়ায় সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এখানকার প্রায় সব বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তুপের ভেতর এখনও লোকজন আটকা পড়ে আছে। বৃষ্টির জন্য উদ্ধার কাজে গতি আনা যাচ্ছে না। পাকতিয়া প্রদেশের দুর্গম পার্বত্য অনেক অঞ্চলের হতাহতের খবর এখনও এসে পৌঁছায়নি। সেসব অঞ্চলের সংবাদ এলে নিহতের সংখ্যা আরও বাড়বে ।

পাকতিয়ার এক উপজাতি নেতা ইয়াকুব মানজুর জানিয়েছেন, সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের পাশাপাশি স্থানীয় লোকজনও ব্যাপকভাবে অংশ নিচ্ছেন উদ্ধার তৎপরতায়। স্থানীয় বাজার,দোকান-পাট সব বন্ধ আছে। দলে দলে মানুষ উপদ্রুত এলাকায় ছুটে যাচ্ছেন।

এদিকে, টুইটারে এই বার্তা টুইট করার পর দ্রুততম সময়ের মধ্যে সাড়া দিয়েছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন। পাল্টা এক টুইটবার্তায় জাতিসংঘের আফগানিস্তান শাখা কার্যালয় জানিয়েছে, বেশ কিছু উপদ্রুত এলাকায় ইতোমধ্যে উদ্ধার তৎপরতা শুরু করেছে জাতিসংঘের আফগানিস্তান শাখার একাধিক দল।  পৃথক এক টুইটবার্তায় ইউরোপীয় ইউনিয়নের আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত টমাস নিকলেসন বলেন,  ফগানিস্তানের বর্তমান পরিস্থিতি মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্ষয়ক্ষতির শিকার লোকজনকে যে কোনো প্রকার সহায়তা দিতে ইইউ প্রস্তুত।