| |
               

মূল পাতা জাতীয় আইন-আদালত পদ্মা সেতু উদ্বোধন; নাশকতা এড়াতে হোটেল-মেসে তল্লাশি জোরদারের নির্দেশ


ফাইল ছবি

পদ্মা সেতু উদ্বোধন; নাশকতা এড়াতে হোটেল-মেসে তল্লাশি জোরদারের নির্দেশ


রহমত ডেস্ক     20 June, 2022     08:58 AM    


পদ্মা সেতু উদ্বোধন ও আসন্ন রথযাত্রা উপলক্ষে যেকোনো ধরনের নাশকতা এড়াতে আবাসিক হোটেল ও মেসে তল্লাশি জোরদার করার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। রোববার (১৯ জুন) ডিএমপি হেডকোয়ার্টার্সে মে মাসের অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেন তিনি।

মোহা. শফিকুল ইসলাম বলেন, বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ভিআইপি ও ভিভিআইপিদের সুষ্ঠু গমনাগমন ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পদ্মা সেতু উদ্বোধন, আসন্ন রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে কেউ যেন কোনো ধরনের নাশকতা করতে না পারে, তা প্রতিরোধে আবাসিক হোটেল ও মেসে তল্লাশি জোরদার করতে হবে।

ডিএমপি কমিশনার বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যেসব এলাকায় গরুর হাট বসবে, সেসব স্থানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে। গরুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজিসহ অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।