| |
               

মূল পাতা জাতীয় আবাসিক গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা সহ্য করা হবে না: ইমতিয়াজ আলম


ফাইল ছবি

আবাসিক গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা সহ্য করা হবে না: ইমতিয়াজ আলম


রহমত ডেস্ক     04 June, 2022     10:51 AM    


ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, আবাসিক গ্যাসের দাম বাড়ানো হলে জনগণ তা মেনে নেবে না। সরকারের লুটপাট ও দুর্নীতির দায় জনগণ কেন নেবে?  আবাসিক অনাবাসিক যে কোন খাতে গ্যাসের মূল্য বাড়ানোর সিদ্ধান্ত জনগণ রুখে দাড়াবে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে মানুষ খুব কষ্টে আছে। এরমধ্যে আবাসিক গ্যাসের দাম বাড়ালে জনজীবন দুর্বিষহ করে তুলবে।

শুক্রবার (০৩ জুন) পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত নগর আমেলার এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বক্তব্য রাখেন আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব আনোয়ার হোসেন, আব্দুল আঊয়াল মজুমদার, ডা. শহিদুল ইসলাম, কেএম শরীয়াতুল্লাহ, মুফতী আব্দুল আহাদ, ফজলুল হক মৃধা, মাওলানা নজরুল ইসলাম, আলহাজ্ব নজরুল ইসলাম খোকন, এইচ এম রফিকুল ইসলাম, নুরুজ্জামান সরকার প্রমুখ।

তিনি বলেন, তাড়াহুড়ো করে গ্যাসের দাম বৃদ্ধির চক্রান্ত থেকে ফিরে আসতে হবে। দুর্নীতি ও লুটপাট বন্ধ করলে গ্রাসের দাম বাড়াতে হবে না।