| |
               

মূল পাতা জাতীয় হেঁটে বা সাইকেলে পদ্মা সেতু পার হওয়া যাবে না


হেঁটে বা সাইকেলে পদ্মা সেতু পার হওয়া যাবে না


রহমত ডেস্ক     30 May, 2022     03:58 PM    


আগামী ২৫ জুন যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে পদ্মা সেতু। এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করবেন।  তবে যারা পায়ে হেঁটে বা সাইকেল নিয়ে সেতু পার হওয়ার চিন্তা করেছেন, তাদের জন্য দুঃসংবাদ দিলেন পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সতু ও সড়ক) শাহ মো. মুসা। তিনি জানান হেঁটে বা সাইকেলে পদ্মা সেতু পার হওয়া অনুমদন দেয়া হবেনা।  সোমবার (৩০ মে) তিনি এ তথ্য জানান।

শাহ মো. মুসা বলেন, পায়ে হেঁটে বা সাইকেল চালিয়ে পদ্মা সেতু পার হওয়ার কোনো সুযোগ নেই। কারণ সেতুর ওপর দিয়ে দ্রুত গতিতে যানবাহন চলবে। কেউ যদি পায়ে হেঁটে যায় বা স্লো মুভিং কিছু যায়, তাহলে দুর্ঘটনা ঘটতে পারে।

এ দিকে গতকাল রোববার (২৯ মে) পদ্মা নদীর নামেই সেতুর নামকরণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।