| |
               

মূল পাতা রাজনীতি কোনো ভয়-ভীতি আমাদের দমন করতে পারবে না : মির্জা ফখরুল


ফাইল ছবি

কোনো ভয়-ভীতি আমাদের দমন করতে পারবে না : মির্জা ফখরুল


রহমত ডেস্ক     30 May, 2022     01:42 PM    


নির্বাচন সামনে রেখে সরকার ত্রাসের রাজত্ব কায়েম করছে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ আমরা শপথ নিয়েছি—কোনো ভয়-ভীতি আমাদের দমন করতে পারবে না। বাংলাদেশকে কখনও দমন করতে পারেনি।

সোমবার (৩০ মে) বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকীতে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা।

মির্জা ফখরুল বলেন, ‘বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তাঁর মাজার জিয়ারত করতে এসেছিলাম। ১৯৭৫ সালের পরে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে হারিয়ে যাওয়া গণতন্ত্রকে একদলীয় শাসন থেকে মুক্ত করে নতুন করে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়ে ছিলেন জিয়াউর রহমান। তিনি অত্যন্ত সফল নেতৃত্বে যে দেশকে ‘বটমলেস বাস্কেট’ বলা হয়েছিল, সেই বাংলাদেশকে সত্যিকার অর্থেই সমৃদ্ধির বাংলাদেশে পরিণত করার যে কাজটি শুরু করে ছিলেন, যে ভিত্তি তিনি তৈরি করে ছিলেন, সেই জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘দুর্ভাগ্যের বিষয়—যে গণতন্ত্রকে জিয়াউর রহমান পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন, দেশনেত্রী খালেদা জিয়া যে হারিয়ে যাওয়া গণতন্ত্রকে ফিরিয়ে আনতে সংগ্রাম লড়াই করেছেন, যিনি এখনও এ গণতন্ত্রের জন্য অন্তরীণ হয়ে আছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান—তিনি নির্বাসিত হয়ে আছেন।’

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমাদের লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, খুন হয়েছে, গুম হয়েছে, সে বাংলাদেশে গণতন্ত্র সম্পূর্ণভাবে এখন অনুপস্থিত। এখন বর্তমানে অনির্বাচিত-অবৈধ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য আজ নির্যাতন-হত্যা-গুম-খুনের মধ্য দিয়ে ত্রাস সৃষ্টি করতে চাইছে।’

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আ‌ন্দোলনে এর মধ্যে রক্ত ঝরতে শুরু করেছে। সব বাধা মোকাবেলা করে গণতন্ত্র পুনরুদ্ধার করবে বিএনপি। জনগণের দৃ‌ষ্টি ভিন্ন দিকে ঘোরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটনার জন্ম দিয়েছে তারা। এছাড়া নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান ফখরুল।