| |
               

মূল পাতা জাতীয় কত ডলার সাথে নিতে পারবেন হাজীরা, জানাল কেন্দ্রীয় ব্যাংক


কত ডলার সাথে নিতে পারবেন হাজীরা, জানাল কেন্দ্রীয় ব্যাংক


রহমত ডেস্ক     27 May, 2022     08:46 AM    


সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় চলতি বছরের হজযাত্রীরা এবার সব ধরনের খরচ বাদে অতিরিক্ত কত ডলার নিতে পারবে তা জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মে) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিনিময় বিভাগ।

তাতে বলা হয়, হজের অন্যান্য খরচ ছাড়াও এবার প্রত্যেক হজযাত্রী সাথে নিয়ে যেতে পারবেন ১২শ’ মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, একজন হজযাত্রী ধর্ম মন্ত্রণালয় নির্ধারিত খরচ বাদে উল্লেখিত অর্থের অতিরিক্ত অর্থ সঙ্গে নিতে পারবেন না। আর হজযাত্রীদের ক্ষেত্রে ভ্রমণ কোটা প্রযোজ্য হবে না। সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রা ছাড়ের ক্ষেত্রে প্রচলিত বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।

এদিকে হজের খরচ বেড়েছে ৫৯ হাজার টাকা। নতুন প্যাকেজে সরকারিভাবে প্যাকেজ-১-এ খরচ হবে ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা আর প্যাকেজ-২-এ খরচ হবে ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা। বৃহস্পতিবার দুপুরে মন্ত্রণালয়ে এ তথ্য জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। হজ ব্যবস্থাপনাসংক্রান্ত নির্বাহী কমিটির সভা শেষে তিনি এ সিদ্ধান্ত জানান। প্রতিমন্ত্রী জানান, একইভাবে বেসরকারি খরচে হাব ঘোষিত টাকার পরিমাণও ৫৯ হাজার টাকা বাড়বে।

উল্লেখ্য, চাঁদ দেখা গেলে চলতি বছরের ৮ জুলাই থেকে সৌদি আরবে পবিত্র হজ পালন শুরু হবে। এ উপলক্ষে আগামী ৫ জুন থেকে হজ ফ্লাইট চালু শুরু হবে। শেষ হবে ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট ১৪ জুলাই শুরু হয়ে শেষ হবে ১৪ আগস্ট।