মূল পাতা শিক্ষাঙ্গন বাংলাদেশের শতবর্ষী ৯ কওমী মাদরাসা
জামিল আহমদ 16 May, 2022 12:15 AM
কওমি মাদরাসা আহলে সুন্নাত ওয়াল জামাত ও দারুল উলুম দেওবন্দের আদর্শ, মূলনীতি ও মতপথের অনুসরণে মুসলিম জনসাধারণের আর্থিক সহায়তায় উলামাদের মাধ্যমে প্রতিষ্ঠিত ও পরিচালিত ইলমে ওহীর শিক্ষাকেন্দ্র। এ ধারার শিক্ষাপ্রতিষ্ঠান সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয় ১৮৬৬ খ্রিষ্টাব্দে ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ নামক স্থানে ‘আল জামেয়াতুল ইসলামিয়া দারুল উলুম দেওবন্দ’ নামে। কওমি মাদ্রাসাগুলো সাধারণত সরকারি আর্থিক সহায়তার পরিবর্তে মুসলিম জনসাধারণের সহায়তায় পরিচালিত হয়। ভারত, পাকিস্তান ও বাংলাদেশে কওমি মাদরাসা বহুল প্রচলিত। ভারত উপমহাদেশের পাশাপাশি বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশেও কওমি মাদ্রাসা রয়েছে। তবে উপমহাদেশের বাইরে এ ধরনের প্রতিষ্ঠান সাধারণত দারুল উলুম বা ‘দেওবন্দি মাদ্রাসা’ নামে পরিচিত। বাংলাদেশে কওমি মাদ্রাসা সমূহের দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স ডিগ্রির সমমান প্রদান আইন, ২০১৮-এর মাধ্যমে এগুলোকে সরকারি স্বীকৃতি দেওয়া হয়। নিম্নে বাংলাদেশের শতবর্ষী ৯ কওমী মাদরাসার নাম, প্রতিষ্ঠাতা ও বর্তমান মুহতামিমের নাম দেওয়া হলো-
এক. জামিয়া ইসলামিয়া দারুল উলুম হেমু, জৈন্তাপুর, সিলেট।
প্রতিষ্ঠা সন : ১৮৭৯ সাল , বয়স ১৪২ বছর।
প্রতিষ্ঠাতা : মাওলানা মাহফুজুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি ও মৌলভী হাফিজুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি।
বর্তমান মুহতামিম : মাওলানা জিল্লুর রহমানদুই. আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী, চট্টগ্রাম।
প্রতিষ্ঠা সন : ১৮৯৬ সাল, বয়স ১২৫ বছর।
প্রতিষ্ঠাতা : মাওলানা হাবীবুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি, মাওলানা আব্দুল ওয়াহেদ রাহমাতুল্লাহি আলাইহি ও মাওলানা সুফী আজীজুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি।
বর্তমান মুহতামিম : মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া
তিন. জামিয়া কাসিমুল উলুম বাহুবল, হবিগঞ্জ।
প্রতিষ্ঠা সন : ১৯০০ সাল, বয়স ১২১ বছর।
প্রতিষ্ঠাতা : মাওলানা আবুল হাসেম রাহমাতুল্লাহি আলাইহি।
বর্তমান মুহতামিম : মাওলানা মনির উদ্দীনচার. ইছামতি ইসলামিয়া আরাবিয়া মাদরাসা, উসমানীনগর, সিলেট।
প্রতিষ্ঠা সন-১৯০৫ সাল। বয়স ১১৬ বছর।
প্রতিষ্ঠাতা : মৌলভী হুরমতুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি।
বর্তমান মুহতামিম : মাওলানা আবদুর রাজ্জাকপাঁচ. আল জামিয়াতুল আরাবিয়া আল ইসলামিয়া জিরি, চট্টগ্রাম।
প্রতিষ্ঠা সন : ১৯০৭ সাল। বয়স ১১৪ বছর।
প্রতিষ্ঠাতা : মাওলানা আহমদ হাসান রাহমাতুল্লাহি আলাইহি।
বর্তমান মুহতামিম : হাফেজ মাওলানা শাহ মোহাম্মদ খুবাইবছয়. জামিয়া ইসলামিয়া রায়পুর মমরকপুর, মৌলভীবাজার।
প্রতিষ্ঠা সন : ১৯০৭ সাল। বয়স ১১৪ বছর।
প্রতিষ্ঠাতা : আল্লামা হাবিবুর রহমান রায়পুরী রাহমাতুল্লাহি আলাইহি ও মাওলানা উবায়দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি।
বর্তমান মুহতামিম : মাওলানা গিয়াস উদ্দীনসাত. জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়া।
প্রতিষ্ঠা সন : ১৯১৪ সাল। বয়স ১০৭ বছর।
প্রতিষ্ঠাতা : মাওলানা আবু তাহের ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি।
বর্তমান মুহতামিম : মুফতী মুবারক উল্লাহআট. জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা, সিলেট।
প্রতিষ্ঠা সন : ১৯১৯ সাল। বয়স ১০২ বছর।
প্রতিষ্ঠাতা : মাওলানা আরকান আলী রাহমাতুল্লাহি আলাইহি।
বর্তমান মুহতামিম : মাওলানা মুহিউল ইসলাম বুরহাননয়. জামিয়া মুহাম্মদিয়া হাড়ীকান্দী, জকিগঞ্জ, সিলেট।
প্রতিষ্ঠা সন : ১৯১৯ সাল। বয়স ১০২ বছর।
প্রতিষ্ঠাতা : মৌলভী আব্দুল আলী রাহমাতুল্লাহি আলাইহি।
বর্তমান মুহতামিম : হাফিজ মাওলানা এনামুল হক
তথ্যসূত্র : শায়খে বাঘা রাহমাতুল্লাহি আলাইহির জীবনী গ্রন্থ