| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন যাত্রাবাড়ী মাদরাসায় তাকমীলে ভর্তিতে মানতে হবে  ৫ শর্ত


যাত্রাবাড়ী মাদরাসায় তাকমীলে ভর্তিতে মানতে হবে  ৫ শর্ত


রহমত ডেস্ক     06 May, 2022     10:06 PM    


জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী, ঢাকার ১৪৪৩/৪৪হিঃ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম ৬ শাওয়াল সকাল ৯টা থেকে শুরু হবে। এ বছর প্রতিষ্ঠানটিতে দাওরা জামাতে ভর্তি প্রত্যাশী ছাত্রদের জন্য কিছু নির্দেশনা জারি করা হয়েছে।

দাওরায়ে হাদিসের ভর্তি পরীক্ষক মাওলানা আবু নোমান আল মাদানী জানান, যাত্রাবাড়ী জামিয়ায় যারা দাওরায়ে হাদীসে ভর্তি হতে চান তারা নিম্নে বর্ণিত জিনিসগুলো নিয়ে আসবেন ,অন্যথায় ভর্তি হওয়া যাবে না। এর মধ্যে রয়েছে, ফযিলত পরীক্ষার মার্কশীট (বাের্ড কর্তৃক প্রদত্ত কপি/অনলাইন কপি)। ফযিলত পরীক্ষার প্রবেশপত্রের কপি। জাতীয় পরিচয়পত্র / জন্ম নিবন্ধনপত্রের ফটোকপি। ২ কপি ছবি (পাঁচকল্লি টুপি পরিহিত সদ্যতােলা)।

তিনি আরো জানান, ফযিলত পরীক্ষার মার্কশীট ও প্রবেশপত্রের তথ্য এবং জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধনপত্রের তথ্য হুবহু মিল হওয়া বাঞ্ছনীয়। অনুরূপভাবে পুরাতন ছাত্রদের মাদরাসার তথ্য ও ফযিলত পরীক্ষার মার্কশীটের তথ্য অভিন্ন হতে হবে। কোন গরমিল থাকলে ভর্তির পূর্বেই সংশােধন করে নিতে হবে।