| |
               

মূল পাতা সারাদেশ ৪০ জন হাফেজে কোরআনকে সম্মাননা দিবে চন্দনাইশ হিলফুল ফুজুল পাঠাগার


৪০ জন হাফেজে কোরআনকে সম্মাননা দিবে চন্দনাইশ হিলফুল ফুজুল পাঠাগার


মাহবুবুল মান্নান     04 May, 2022     08:02 PM    


দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ পাঠানদন্ডী আঞ্জুমানে হিলফুল ফুজুল মঈনুল ইসলাম পাঠাগার এর দুই দশক পূর্তি উপলক্ষ্যে আয়োজিত সম্মেলনে ৪০ জন হাফেজে কোরআনকে সম্মাননা দেয়া হবে। 

বৃহস্পতিবার (৫মে) সকাল নয়টায় পাঠানদন্ডী বায়তুল মোয়াজ্জম জামে মসজিদ প্রাঙ্গনে সংগঠনের সভাপতি মাওলানা হাফেজ সরওয়ার কামালে সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সম্মেলনে ৪০ জন হাফেজে কুরআনকে এ সম্মাননা দেয়া হবে।

এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন জামিয়া পটিয়ার উলুমূল হাদীস বিভাগের বিভাগীয় প্রধান মাওলানা ত্বহা দানিশ মক্কি  ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট লেখক মাওলানা খন্দকার মুহাম্মদ হামিদুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চন্দনাইশ  ৪নং বরকল ইউনিয়ন নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুর রহিম চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউপি সদস্য হাবিবুর রহমান, বায়তুল মোয়াজ্জম জামে মসজিদের সভাপতি এহসানুল হক ও সেক্রেটারী মাওলানা হাফেজ রহমতুল্লাহ। 

এ ছাড়াও আরো আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চন্দনাইশ কোরআন প্রচার সংস্থার মহাসচিব মাওলানা ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির চৌধুরী, শিক্ষাবিদ মুফতী আলতাফ হোসাইন,বাংলাদেশ স্টুডেন্ট অর্গানেজিশন আল আজহার বিশ্ববিদ্যালয় মিশর এর সাবেক সভাপতি মাওলানা এহসানুল হক আদিব, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লেকচারার হাফেজ আদিল ইলাহি, পটিয়া সালসাবিল সংস্থার সভাপতি মাওলানা মাহমুদ উল্লাহ, বিশিষ্ট সংগঠক মাওলানা ইমতিয়াজ হোসাইন, মোজাম্মেল হক চৌধুরী ও মাওলানা শহিদুল্লাহ।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম চট্টগ্রাম চন্দনাইশ