| |
               

মূল পাতা আন্তর্জাতিক সালাম দিয়ে ঈদের শুভেচ্ছা জানালেন জাস্টিন ট্রুডো (ভিডিও)


সালাম দিয়ে ঈদের শুভেচ্ছা জানালেন জাস্টিন ট্রুডো (ভিডিও)


আন্তর্জাতিক ডেস্ক     03 May, 2022     01:56 PM    


মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, রমজান মাস সারাবিশ্বের মুসলিমদের কাছেই খুব গুরুত্বপূর্ণ। এক মাস রোজা রাখার পর ঈদুল ফিতর উদযাপন করেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। এ বছর অটোয়াতে একটি ইফতারের আয়োজন করতে পেরে ও ক্যামব্রিজে মুসলিমদের সঙ্গে সময় কাটাতে পেরে বেশ আনন্দিত আমি। রমজান মাসে বিভিন্ন মসজিদে মুসলিমরা তাদের বন্ধু-বান্ধব এবং পরিবারের সদস্যদের সঙ্গে একত্রে নামাজ আদায় করেন।

সোমবার (২ মে) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি ভিডিও বার্তায় প্রথমেই সালাম দিয়ে ঈদের শুভেচ্ছা জানান তিনি।

মুসলমানদের নিরাপত্তার বিষয়েও আশ্বাস দিয়ে কানাডার প্রধানমন্ত্রী বলেন, বাড়ছে ইসলামভীতি। এ বিষয়ে আমি আপনাদের উদ্বেগ এবং উৎকণ্ঠার বিষয়ে শুনেছি। আপনাদের ধৈর্য্য এবং সহনশীলতার বিষয়টিও আমি জানি। কিন্তু আপনারা জানেন যে কানাডা বৈচিত্রপূর্ণ দেশ। প্রত্যেকে নিরাপদ এখানে। আর আমাদের দায়িত্ব তাদের নিরাপত্তা নিশ্চিত করা। কানাডার উন্নয়নের পেছনে মুসলিম সম্প্রদায়ের মানুষের সমান অংশ গ্রহণ রয়েছে। আর আমরা সবাই মিলে সেই আনন্দই উদযাপন করছি। আমার স্ত্রী সোফি এবং আমার পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।