| |
               

মূল পাতা রাজনীতি সরকার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না : রিজভী


সরকার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না : রিজভী


রহমত ডেস্ক     02 May, 2022     04:54 PM    


বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে উন্নয়নের নামে অর্থপাচারে নিত্যপণ্যের দাম লাগামহীন। বেঁচে থাকার জন্য নিত্যপণ্য জিনিসপত্র যেগুলো খুবই প্রয়োজনীয় সরকার সেইসব জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না।। এটার অন্যতম কারণ হচ্ছে, দেশে উন্নয়নের নামে অর্থপাচার হচ্ছে। আর সে কারণে সরকার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না।

সোমবার (২ মে) সকালে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ করার পর তিনি এসব কথা বলেন। সকাল ১১টার দিকে জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সভাপতি আনোয়ার হোসেইন, শ্রম বিষয়ক সহ-সম্পাদক হুমায়ুন কবির খান, শ্রমিক দলের আবুল খায়ের খাজা, মুস্তাফিজুল করীম মজুমদার, মঞ্জুরুল ইসলাম মঞ্জুসহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে রিজভী শেরে বাংলা নগরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ করেন।

রিজভী বলেন, আজকে যদি কোনো জবাবদিহিমূলক সরকার থাকতো, অ্যাকাউন্টেবেলিটি থাকতো তাহলে এমনটা (সয়াবিন তেল সংকট) হতো না। জবাবদিহি সরকার হলে তারা মার্কেট ইন্টারভেশন করতো। সয়াবিন তেল যারা সিন্ডিকেট করছে, যারা কালোবাজারি করছে তাদের গ্রেফতার করতো সরকার। কিন্তু সেটা হচ্ছে না। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র যেমন সয়াবিন তেল, চাল, ডাল, আটা; বেঁচে থাকার জন্য যেগুলো খুবই প্রয়োজনীয় সেসব জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বাড়ত না। এর অন্যতম কারণ হচ্ছে উন্নয়নের নামে টাকা পাচার হচ্ছে, ভয়াবহ মুদ্রাস্ফীতি হচ্ছে। এই ভয়াবহ ‍মুদ্রাস্ফীতির কারণে স্বল্প আয়ের মানুষ, শ্রমিকদের কোনো আয় বাড়েনি, তাদের আয় বাড়েনি।