| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব ইমরান খানকে তাবলীগের সময় কাটানোর পরামর্শ মাওলানা তারিক জামিলের


ইমরান খানকে তাবলীগের সময় কাটানোর পরামর্শ মাওলানা তারিক জামিলের


মুসলিম বিশ্ব ডেস্ক     01 May, 2022     09:24 PM    


পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তাহরিকে ইনসাফ-পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে তাবলিগী জামাতের সঙ্গে ৩ দিন কাটানোর পরামর্শ দিয়ে  বিশ্বের অন্যতম ইসলামিক স্কলার মাওলানা তারিক জামিল।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) পবিত্র শবে কদর উপলক্ষে ইমরান খানের বনি গালার বাসায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওই মাহফিলেই তিনি পিটিআই প্রধান ও তার দলের নেতাকর্মীদের তিনি এ পরামর্শ দেন।

আলোচনার মাঝে মুচকি হেসে মাওলানা তারিক জামিল  বলেন, ইমরান খানেরও আমাদের সাথে তাবলিগ-জামাতে তিন দিন কাটানো উচিৎ। এর কারণে তার ঈমান মজবুত হবে এবং তিনি আল্লাহর আরো নৈকট্য অর্জন করতে পারবেন। আমি আমার জীবনের ৫০ বছর তাবলিগের কাজে কাটিয়েছি। সকল কর্মীকে তাবলিগের কাজে অংশ নিতে হবে। এই প্রক্রিয়া তাদের অনেক উপকারে আসবে।