| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব দুই সপ্তাহে ৩০টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ফিলিস্তিনিরা


দুই সপ্তাহে ৩০টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ফিলিস্তিনিরা


মুসলিম বিশ্ব ডেস্ক     30 April, 2022     09:35 PM    


ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলো নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। শনিবার (৩০ এপ্রিল) এক বিবৃতিতে সাগরের দিকে একটি নতুন ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা জানিয়েছে তারা।

ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা সফল হয়েছে বলে জানানো হয়েছে। ক্ষেপণাস্ত্রের পাল্লা ও সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে এই পরীক্ষা চালানো হয়। তবে এখন পর্যন্ত ক্ষেপণাস্ত্রের নাম ও বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

গত দুই সপ্তাহে এ নিয়ে প্রায় ৩০টি ক্ষেপণাস্ত্র গাজার পানি সীমায় ছোড়া হয়েছে। এগুলোর সবই ছিল পরীক্ষামূলক।

গত ১৫ এপ্রিল থেকে আল-আকসা মসজিদ ও এর আশেপাশে ফিলিস্তিনিদের ওপর হামলা জোরদার করেছে দখলদার ইসরাইলি বাহিনী। এর ফলে এ পর্যন্ত অন্তত ৩৫০ জন আহত ও চার শতাধিক ব্যক্তি আটক হয়েছেন।

এর প্রতিক্রিয়ায় সাগরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে নিজেদের প্রস্তুতি জোরদার করে যাচ্ছে প্রতিরোধ সংগঠনগুলো। এছাড়া এই প্রথম তারা ইসরাইলের জঙ্গিবিমান লক্ষ্য করে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এসব ক্ষেপণাস্ত্রের ভয়ে গাজার আকাশ ত্যাগ করতে বাধ্য হয় ইসরাইলি জঙ্গি বিমান।

-পার্সটুডে