| |
               

মূল পাতা জাতীয় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়


জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়


রহমত ডেস্ক     30 April, 2022     03:02 PM    


দুবছর পর জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বছর  ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। করোনা মহামারিতে গেল দুবছর বন্ধ ছিল এ ঈদজামাত। এবার পরিস্থিতি স্বাভাবিক থাকায় রাজধানীতে অনুষ্ঠিত হতে চলেছে ঈদের প্রধান জামাত। সে উপলক্ষ্যে প্রস্তুত করা হচ্ছে মাঠ। প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আজ (৩০ এপ্রিল) শনিবার জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

মেয়র বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে গত দুই বছর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ হয়নি। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবার এখানে ঈদের প্রধান জামাতের আয়োজন করা হয়েছে। মাঠটি সেভাবেই প্রস্তুত করা হচ্ছে। প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।’

আগামীকাল রোববার বাংলাদেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেলে পরের দিন সোমবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করা হবে। না হলে মঙ্গলবার অনুষ্ঠিত হবে ঈদের জামাত।

আগামীকাল রোববার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে সভা করবে জাতীয় চাঁদ দেখা কমিটি।