| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব লাইলাতুল কদরের সন্ধানে আল আকসায় আড়াই লাখ মুসল্লির অবস্থান


লাইলাতুল কদরের সন্ধানে আল আকসায় আড়াই লাখ মুসল্লির অবস্থান


মুসলিম বিশ্ব ডেস্ক     29 April, 2022     09:34 AM    


 চলমান উত্তেজনার মাঝেও পবিত্র লাইলাতুল কদরের সন্ধানে জেরুসালেমের আল আকসা মসজিদে মুসল্লিদের ঢল নেমেছে। বুধবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে আড়াই লাখ মুসল্লি ইবাদত বন্দিগির মাধ্যমে লাইলাতুল কদরের সন্ধানে আল আকসা মসজিদে অবস্থান করে।

জিউস নিউজ সিন্ডিকেটের খবর বলছে, ইসরায়েল-ফিলিস্তিন চলমান উত্তেজনার মাঝেও প্রায় আড়াই লাখ মানুষ অংশ নেন জামাতে।

এদিন তবে কোনো সংঘাতের ঘটনা না ঘটলেও বিপুল সংখ্যক সৈন্য মোতায়েন করে ইসরাইল। বিশাল এ মসজিদে প্রায় ৩ লাখ মানুষের নামাজের ব্যবস্থা রয়েছে।

চলতি রমজানে পবিত্র মসজিদটির প্রাঙ্গণে একাধিকবার আগ্রাসন চালায় ইহুদিবাদি ইসরাইল। গত ১৫ এপ্রিল জুমার নামাজের পর মসজিদ চত্বরে মুসল্লিদের ওপর ভয়াবহ হামলা চালায় ইহুদি সেনারা। আহত হন দেড় শতাধিক মানুষ। আটক করা হয় ৪ শতাধিক ফিলিস্তিনিকে।

গত মঙ্গলবার জাতিসংঘের জরুরি বৈঠকে আল আকসার সহিংসতা প্রসঙ্গ তুলে ধরেন ফিলিস্তিনের স্থায়ী প্রতিনিধি। অভিযোগ করেন, পবিত্র মসজিদ দখলের পায়তারা করছে ইসরাইল।