| |
               

মূল পাতা জাতীয় আইন-আদালত কারাগার থেকে মুক্তি পেলেন মুফতী ইজহারুল ইসলাম চৌধুরী


কারাগার থেকে মুক্তি পেলেন মুফতী ইজহারুল ইসলাম চৌধুরী


নিজস্ব প্রতিনিধি     29 April, 2022     04:38 PM    


জামিনে মুক্তি পেয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক সিনিয়র নায়েবে আমীর ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সাবেক আমীর মুফতী ইজহারুল ইসলাম চৌধুরী। আজ (২৯) শুক্রবার বাদ জুমা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

বিষয়টি রহমত টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন মুফতী ইজহারুল ইসলাম চৌধুরীর ছেলে মাওলানা মুসা বিন ইযহার। তিনি বলেন, আজ বাদ জুমা আমার বাবা মুফতী ইজহারুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। মুফতী ইজহারকে দুদকের মিথ্যা ও বানোয়াট মামলায় অন্যায়ভাবে সাজা দেয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।

এরআগে সম্পদ বিবরণী দাখিল না করায় দুদকের দায়ের করা মামলায় গ্রেফতার হন মুফতী ইজহার। পরে গত ২০ মার্চ (রবিবার) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুনসী আবদুল মজিদের আদালত তাঁকে দুই বছরের সশ্রম কারাদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের কারাদন্ড দেয়।