| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন ‘তানযীমুল মাদারিসের ফলপ্রকাশ; পাসের হার ৭৫.৩৬, মেধা তালিকায় যারা’


‘তানযীমুল মাদারিসের ফলপ্রকাশ; পাসের হার ৭৫.৩৬, মেধা তালিকায় যারা’


রহমত ডেস্ক     26 April, 2022     07:46 PM    


তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ এর অধীনে অনুষ্ঠিত ২৮তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পাসের হার ৭৫.৩৬।  এ বছর কিতাব বিভাগের বিভিন্ন জামাতে ১২৪৪৫ জন ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করে।  মুমতাজ ১৯৮৮ জন, জায়্যিদ জিদ্দান ২৫০৯ জন, জায়্যিদ ২৪৩৮ জন, মাকবুল ২৪৪৪ জন এবং রাসিব ৩০৬৬ জন শিক্ষার্থী। আজ (২৬ এপ্রিল) মঙ্গলবার বাদ যোহর বগুড়ার জামিয়া ইসলামিয়া কাছেমুল উলুম জামিল মাদরাসাস্থ বাের্ডের কেন্দ্রীয় কার্যালয় এ ফলাফল প্রকাশিত হয়। এ সময় তানযীমের নাযিমে ইমতিহান মাওলানা আব্দুল হক হক্কানীসহ আরাে অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেশকাত জামাতে প্রথম স্থান অর্জন করে মেধা তালিকার শীর্ষে রয়েছেন মারকাযুল ফিকরিল ইসলামী বসুন্ধরা, ঢাকার মো: আসাদুল্লাহ, (প্রাপ্ত নম্বর ৬৭৪)। যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছেন, জামেয়া আজিজিয়া আনওয়ারুল উলুম বাংলাহিলি, দিনাজপুরের মো: আব্দুল্লাহ, (প্রাপ্ত নম্বর ৬৬৮) । জামিয়াতুল আবরার বাংলাদেশ, বসুন্ধরা রিভারভিউ, কেরানীগঞ্জ, ঢাকার মো: ইবাদুল্লাহ, (প্রাপ্ত নম্বর ৬৬৮)৩য় দ্বিতীয় স্থান অর্জন করেছেন মারকাযুল ফিকরিল ইসলামী বসুন্ধরা, ভাটারা, ঢাকার মো: আবু সাঈম মাহমুদ, (প্রাপ্ত নম্বর ৬৬৫)।

চাহারম জামাতে প্রথম স্থান অর্জন করে মেধা তালিকার শীর্ষে রয়েছেন জামি‘আ ইসলামিয়া কাছেমুল উলুম (জামিল মাদরাসা), বগুড়ার ১ম মো: মাহদী হাসান, (প্রাপ্ত নম্বর ৬৯২)। দ্বিতীয় স্থান অর্জন করেছেন জামিয়াতুল আবরার বাংলাদেশ, বসুন্ধরা রিভারভিউ, কেরানীগঞ্জ, ঢাকার ২য় মো: নাইমুল ইসলাম, (প্রাপ্ত নম্বর ৬৭৯)। যৌথভাবে ৩য় স্থান অর্জন করেছেন মাদরাসাতুদাওয়াহ ওয়াল ইরশা তাকওয়া মসজিদ, গংগাচড়া, রংপুরের মো: হা: উমায়ের হাসান, (প্রাপ্ত নম্বর ৬৭৬), জামিয়াতুল আবরার বাংলাদেশ, বসুন্ধরা রিভারভিউ, কেরানীগঞ্জ, ঢাকার মো: কেফায়েতুল্লাহ, (প্রাপ্ত নম্বর ৬৭৬) ও মো: আমিনুল ইসলাম (প্রাপ্ত নম্বর ৬৭৬)

শশম জামাতে প্রথম স্থান অর্জন করে মেধা তালিকার শীর্ষে রয়েছেন জামেয়া হুসাইনিয়া মদিনাতুল উলুম খুকনী, এনায়েতপুর, সিরাজগঞ্জ-এর মো: জামিল হাসান, (প্রাপ্ত নম্বর ৬৯১) দ্বিতীয় স্থান অর্জন করেছেন জামিয়াতুল আবরার বাংলাদেশ, বসুন্ধরা রিভারভিউ, কেরানীগঞ্জ, ঢাকা মো: সোলাইমান হোসাইন, (প্রাপ্ত নম্বর ৬৮৯)। ৩য় স্থান অর্জন করেছেন মদিনাতুল উলুম মাদরাসা বসুন্ধরা, ভাটারা, ঢাকার মো: আবু বকর সিদ্দিক, (প্রাপ্ত নম্বর, ৬৮৮)

হাশতম জামাতে প্রথম স্থান অর্জন করে মেধা তালিকার শীর্ষে রয়েছেন জামিয়া আরাবিয়া নিউটাউন, দিনাজপুরের মো: মিজানুর রহমান, (প্রাপ্ত নম্বর ৬৮৯)। দ্বিতীয় স্থান অর্জন করেছেন আল জামিয়াতুল করীমিয়া নূরুল উলুম (জুম্মাপাড়া মাদরাসা), রংপুরের মো: মিনহাজুল ইসলাম, (প্রাপ্ত নম্বর ৬৮২)। ৩য় স্থান অর্জন করেছেন মিয়া ইসলামিয়া দারুল উলুম (লুৎফর রহমান) কওমী মারাসা, তালোড়া, দুপচাঁচিয়া, বগুড়ার মো: কাওছার হাবিব, (প্রাপ্ত নম্বর ৬৭৭)।

নহম জামাতে যৌথভাবে প্রথম স্থান অর্জন করে মেধা তালিকার শীর্ষে রয়েছেন জামিয়াতুল আবরার বাংলাদেশ, বসুন্ধরা রিভারভিউ, কেরানীগঞ্জ-এর মো: রেজাউল করিম,( প্রাপ্ত নম্বর ৬৯৮) ও মো: মামনুন, (প্রাপ্ত নম্বর ৬৯৮) রহমানিয়া মাদরাসা, বসুন্ধরা এন ব্লক, ঢাকার মো: তামিম ইকবাল, (প্রাপ্ত নম্বর ৬৯৮)। দ্বিতীয় স্থান অর্জন করেছেন রহমানিয়া মাদরাসা, বসুন্ধরা এন ব্লক, ঢাকার মো: আনাস ভুঁইয়া, (প্রাপ্ত নম্বর ৬৯৩)। যৌথভাবে ৩য় স্থান অর্জন করেছেন মদিনাতুল উলুম কাওমিয়া মাদরাসা, থানাঘাট, শাহজাদপুর, সিরাজগঞ্জ-এর মো: আবরারুল হক, (প্রাপ্ত নম্বর ৬৯২) । আল জামিয়াতুল করীমিয়া নূরুল উলুম (জুম্মাপাড়া মাদরাসা) মো: নূরুল্লাহ (প্রাপ্ত নম্বর ৬৯২) ও মো: আবু বকর, (প্রাপ্ত নম্বর ৬৯২)।

দহম জামাতে প্রথম স্থান অর্জন করে মেধা তালিকার শীর্ষে রয়েছেন দক্ষিণ হোসেনপুর মদিনাতুল উলুম ক্বওমী মাদরাসা মহাদেবপুর নওগাঁর মোস্তাকিম বিল্লাহ, (প্রাপ্ত নম্বর ৬৯৮) ও মো: মাহদী হাসান, (প্রাপ্ত নম্বর ৬৯৮) এবং মো: তাশরীফ আল শাহী, (প্রাপ্ত নম্বর ৬৯৮)। দ্বিতীয় স্থান অর্জন করেছে জামেয়া হুসাইনিয়া মদিনাতুল উলুম খুকনী, এনায়েতপুর, সিরাজগঞ্জ-এর আমীন মীর, (প্রাপ্ত নম্বর ৬৯৬)। মদিনাতুল উলুম কাওমিয়া মাদরাসা, থানাঘাট, শাহজাদপুর, সিরাজগঞ্জ-এর মো: আবু সালমান, (প্রাপ্ত নম্বর ৬৯৬) । হুসাইনিয়া আজিজুল উলুম কওমী মাদরাসা, টেংরাখালী, বেলকুচি, সিরাজগঞ্জ-এর মো: আরিফুল ইসলাম, (প্রাপ্ত নম্বর ৬৯৬), ৩য় স্থান অর্জন করেছেন ফুলতলা দারুল উলুম মারাসা, জাহাঙ্গীরাবাদ, শাজাহানপুর, বগুড়ার মো: মুজাহিদুল ইসলাম, (প্রাপ্ত নম্বর ৬৯৫) প্রাপ্ত নম্বর ৬৯৫, জামেয়া হুসাইনিয়া মদিনাতুল উলুম খুকনী, এনায়েতপুর, সিরাজগঞ্জ-এর মো: নাফিস ইকবাল, মদিনাতুল উলুম হাফেজিয়া ইসলামিয়া মাদরাসা, মহেশচন্দ্রপুর, সিংড়ার ৩য় মো: মনিরুল ইসলাম, (প্রাপ্ত নম্বর ৬৯৫)। আল জামিয়াতুল করীমিয়া নূরুল উলুম (জুম্মাপাড়া মাদরাসা), রংপুরের আব্দুল কাইয়ুম, (প্রাপ্ত নম্বর ৬৯৫)।