| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন গওহরডাঙ্গা বেফাকের ফল প্রকাশ; মেধাতালিকায় সেরা যারা


গওহরডাঙ্গা বেফাকের ফল প্রকাশ; মেধাতালিকায় সেরা যারা


জামিল আহমদ     25 April, 2022     05:48 PM    


বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশের ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবারের পাশের হার ৮৯ দশমিক ৯১ শতাংশ। এবারে মোট পরীক্ষার্থী ১০৩১৭ জন। অনুপস্থিত ৬৮৬। মুমতায ৩১০৪। জায়িদ জিদ্দান ২৪৫৭ জন। জায়্যিদ ১৬৬৮ জন। মাকবুল ১৪৩০ জন। রাসিব ৯৭২ জন।

আজ (২৫ এপ্রিল) রবিবার বোর্ডে কেন্দ্রীয় কার্যালয়ে পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি নুরুল ইসলাম প্রাথমিক ফলাফল ঘোষণা করেন। পরীক্ষার্থীরা এবং মাদরাসা অনলাইনে ফলাফল দেখতে পারবেন। ব্যাক্তিগত মার্কসিট পেতে শিক্ষার্থীর পরীক্ষার সন, জন্ম তারিখ, জামাতের নাম, মাদরাসার নাম, শিক্ষার্থীর নাম, নিবন্ধন নং ও রোল নং দিতে হবে। মাদরাসার রেজাল্ট পেতে পরীক্ষার সন, বিভাগ ও মাদরাসার ইলহাক নম্বর দিয়ে ফলাফল দেখতে ও সংগ্রহ করতে পারবে। এছাড়াও বোর্ডের ফেইসবুক পেইজ ও ওয়েবসাইট  www.gawhardangaboard.com থেকেও ফলাফল পাওয়া যাবে।

একনজের মেধা তালিকায় সেরা যারা

ফযীলত মারহালার মেধা তালিকা
১ম স্থান : শামছুল হক, জামিয়া ইসলামিয়া দারুল ঊলূম খাদেমুল ইসলাম, প্রাপ্ত নাম্বার ৭৪৯।
২য় স্থান : যৌথভাবে মো: আজিমুদ্দীন মোঃ ওলিউল্লাহ সরদার, বাগধা মাদরাসা, প্রাপ্ত নাম্বার ৭৪৮।
৩য় স্থান : মোছাঃ আয়েশা সিদ্দিকা খাদিজাতুল কুবরা নিলামাঠ মহিলা মাদরাসা, প্রাপ্ত নাম্বার ৭২৭।

সানাবিয়া উলইয়া মারহালার মেধা তালিকা
১ম স্থান : মুহাম্মাদুল্লাহ জামিয়া ইসলামিয়া কুরপালা, প্রাপ্ত নাম্বার ৬৫২।
২য় স্থান : মোঃ আব্দুল্লাহ হাওলাদার, বাগধা মাদরাসা, প্রাপ্ত নাম্বার ৬৪৬।
৩য় স্থান : মোঃ সাইফুল ইসলাম, বাগধা মাদরাসা, প্রাপ্ত নাম্বার ৬৩৯।

সানাবিয়া আম্মাহ মারহালার মেধা তালিকা
১ম স্থান : আরাফাত হোসেন, জামিয়া ইসলামিয়া দারুল ঊলূম খাদেমুল ইসলাম, প্রাপ্ত নাম্বার ৬৬৭।
২য় স্থান : মোঃ আব্দুল্লাহ আল জাবের, জামিয়া ইসলামিয়া দারুল ঊলূম খাদেমুল ইসলাম, প্রাপ্ত নাম্বার ৬৬৫।
৩য় স্থান :আবু মুসা সিকদার, বাঁশবাড়িয়া ঝনঝনিয়া ইসলামিয়া মাদরাসা, প্রাপ্ত নাম্বার ৬৫৯।

মুতাওয়াসসিতাহ মারহালার মেধা তালিকা
১ম স্থান : আকতারুল হক, জামিয়া ইসলামিয়া দারুল ঊলূম খাদেমুল ইসলাম, প্রাপ্ত নাম্বার ৬৮১।
২য় স্থান : যৌথভাবে আমির হামজা, জামিয়া ইসলামিয়া দারুল ঊলূম খাদেমুল ইসলাম, প্রাপ্ত নাম্বার-৬৭৮ ও মোছাঃ স্বর্ণালী খানম, জামিয়া ইসলামিয়া দারুল ঊলূম খাদেমুল ইসলাম মহিলা শাখা, প্রাপ্ত নাম্বার-৬৭৮।
৩য় স্থান : মোছাঃ মুনজিলা আক্তার, জামিয়া ইসলামিয়া দারুল ঊলূম খাদেমুল ইসলাম মহিলা শাখা, প্রাপ্ত নাম্বার-৬৭৩।

ইবদিতাইয়াহ ২য় মারহালার মেধা তালিকা
১ম স্থান :  সাবিকুন্নাহার, কাসেমুল ঊলূম মহিলামা মাদরাসা, প্রাপ্ত নাম্বার ৭৮৪।
২য় স্থান :  খাদিজাতুল কোবরা, হযরত আয়েশা সিদ্দিকা মহিলা মাদরাসা কাপুড়িয়া, সদরদী, প্রাপ্ত নাম্বার ৭৮২।
৩য় স্থান : যৌথভাবে তামান্না খাতুন, গাজীরহাট বাজার, খাদিযাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদরাসা ও এতিমখানা, প্রাপ্ত নাম্বার ৭৭৭। ও তাহিরা আক্তার, সাবিকুন্নাহার, কাসেমুল ঊলূম মহিলামা মাদরাসা, প্রাপ্ত নাম্বার ৭৭৭।