| |
               

মূল পাতা সারাদেশ ‘কল্যাণমূখী রাষ্ট্র প্রতিষ্ঠায় স্বাধীনতা পরবর্তী শাসকরা ব্যর্থ’


‘কল্যাণমূখী রাষ্ট্র প্রতিষ্ঠায় স্বাধীনতা পরবর্তী শাসকরা ব্যর্থ’


রহমত ডেস্ক     25 April, 2022     11:04 PM    


ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, কল্যাণমূখী রাষ্ট্র প্রতিষ্ঠায় স্বাধীনতা পরবর্তী শাসকরা ব্যর্থ হয়েছে। দেশের জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে কার্যকরী ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে স্বাধীনতা পরবর্তী শাসকরা। খাদ্য তথা দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির কারণে জনগণের নাভিশ্বাস উঠে গেছে। স্বাস্থ্য খাতের ভঙ্গুর দশা। এখনো অসহায় জনগোষ্ঠীকে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করতে দেখা যায়।

সোমবার (২৫ এপ্রিল) বেলা ৪ টায় রাজধানীর মিরপুরস্থ এটিএন পার্টি হাউস এন্ড কনভেনশন সেন্টারে ইসলামী আন্দোলন বাংলাদেশ মিরপুর থানার উদ্যোগে আয়োজিত “কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সিয়ামের ভূমিকা”- শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিরপুর থানা সভাপতি নূরুল ইসলাম নাঈমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব আলহাজ্ব প্রকৌশলী আশরাফুল আলম, নগর উত্তরের ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মুফতী ওয়ালী উল্লাহ, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ গিয়াস উদ্দিন পরশ, দারুস সালাম সালাম থানা সভাপতি আলহাজ্ব আবু ইউসুফ, মিরপুর থানা উপদেষ্টা আলহাজ্ব হারুন-অর-রশীদ প্রমুখ।

গাজী আতাউর রহমান বলেন, স্বপ্নের বাংলাদেশ আজ লুটেরা, সন্ত্রাসী দুর্নীতিবাজদের কবলে। ক্ষমতা কুক্ষিগত করে রাখতে সকল শাসক জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। বিচারহীনতার কারনে জনগণ বিচার ব্যবস্থার উপরে আস্থা হারিয়েছে। আইনের দোহাই দিয়ে জনগণের বাকস্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে। নানাবিধ সমস্যা ও সঙ্কটের মধ্যদিয়ে দেশ চলছে। ক্ষমতাকে কাজে লাগিয়ে দেশের টাকা লুটপাট করে বিদেশে পাঠিয়েছে। বিদেশের মাটিতে বেগমপাড়া গড়ে তুলেছে। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে লুটেরাদের হাত থেকে রক্ষা করে দেশকে কল্যাণরাষ্ট্র গঠনে ইসলামের নীতি-আদর্শ প্রতিষ্ঠার বিকল্প নাই।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা মিরপুর মডেল