| |
               

মূল পাতা সারাদেশ বঙ্গোপসাগরে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০


প্রতীকী ছবি

বঙ্গোপসাগরে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০


রহমত ডেস্ক     20 April, 2022     10:27 AM    


বঙ্গোপসাগরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই ট্রলারের জেলেদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত ১০টার দিকে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। পরে বুধবার (২০ এপ্রিল) এ ঘটনায় রাঙ্গাবালী থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

কয়েকজন জেলে জানায়, সোনারচরের নিকটবর্তী শিবচর সংলগ্ন বঙ্গোপসাগরে জাল পেতে মাছ ধরছিলেন উপজেলার সদর ইউনিয়নের গঙ্গিপাড়া গ্রামের জসিম হাওলাদারের মালিকানাধীন ট্রলারের জেলেরা। এসময় তাদের জালে ঝাঁকে ঝাঁকে মাছ ধরা পড়ে। যা দেখে চরমোন্তাজের নাজমুল হোসেনের মালিকানাধীন ট্রলারের জেলেরা সেখানে গিয়ে জাল পাতেন। একই জায়গায় জাল পাতা নিয়ে জসিম ও নাজমুলের জেলেদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায় রাতে তারা সংঘর্ষে জড়ান। এদের মধ্যে নাসির উদ্দিন খান (৬০), সবুজ হাওলাদার (৪০) ও ইব্রাহিম ফকিরসহ (৩৫) সাতজন আহত হন।

এ ঘটনায় ট্রলারের মালিক জসিম হাওলদারের ছেলে তছলিম হাওলাদার রাঙ্গাবালী থানায় একটি লিখিত অভিযোগ করেন।

এ ব্যাপারে চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মিজান বলেন, দুই ট্রলারে জেলে আহত হওয়ার খবর শুনেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: বরিশাল পটুয়াখালী রাঙ্গাবালী