| |
               

মূল পাতা সারাদেশ গরু বিক্রি করে বাড়ি ফেরা হলো না দুই ভাইয়ের


গরু বিক্রি করে বাড়ি ফেরা হলো না দুই ভাইয়ের


রহমত ডেস্ক     20 April, 2022     10:17 AM    


শেরপুরের নকলার গড়েরগাঁও মোড়ে গরু বিক্রি করে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি উল্টে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- ময়মনসিংহের তারাকান্দা উপজেলার টিকরাকান্দী গ্রামের মৃত ওমেদ আলীর ছেলে হারেজ আলী (৬০) ও শামছুল হক (৫৪)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শেরপুরের নালিতাবাড়িতে হাটে গরু বিক্রি করে রাত ৮টার দিকে হারেজ আলী ও শামছুল হক ভটভটিযোগে ময়মনসিংহের তারাকান্দায় যাচ্ছিলেন। নকলার গড়েরগাঁও মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি উল্টে যায়। এসময় ভটভটিতে থাকা চালক বাবুল মিয়া, যাত্রী হারেজ আলী ও শামছুল হক গুরুতর আহত হন। 

পরে স্থানীয়রা আহতদের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তিনজনকেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথেই দুই ভাইয়ের মৃত্যু হয়। ভটভটি চালক বাবুল মিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান জানান, নালিতাবাড়ী থেকে গরু বিক্রি করে ফেরার পথে নকলার গড়েরগাঁও এলাকায় ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হয়ে দুই ভাই মারা যান। 


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ময়মনসিংহ শেরপুর ঝিনাইগাতী