| |
               

মূল পাতা জাতীয় আশুলিয়ায় হিজাব পরে কারখানায় ঢুকতে বাঁধা, শ্রমিকদের বিক্ষোভ


আশুলিয়ায় হিজাব পরে কারখানায় ঢুকতে বাঁধা, শ্রমিকদের বিক্ষোভ


রহমত ডেস্ক     17 April, 2022     07:09 AM    


সাভারের আশুলিয়ায় একটি কারখানায় নারী শ্রমিকদের হিজাব পরে ভেতরে প্রবেশ করতে বাঁধা দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার (১৬ এপ্রিল) আশুলিয়ার গাজিরচট এলাকায় অবস্থিত 'ইয়াংজিন ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড' কারখানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কারখানার সামনে প্রায় ৬০ জন বোরকা ও হিজাব পরিহিতা শ্রমিক অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

শ্রমিকরা জানান, কারখানায় সব কিছু ঠিক ঠাকই চলছিল। গত দেড় মাস যাবত কারখানা কর্তৃপক্ষ ঝামেলা করছে। এ সময় হিজাব পরার কারণে অনেক শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। আর যারা হিজাব বা বোরকা পরে কাজ করে তাদের বেতনও কেটে রেখেছে কারখানা কর্তৃপক্ষ। শনিবার সকালে বোরকা ও হিজাব পরিহিতা শ্রমিকরা কারখানায় গেলে তাদের ঢুকতে দেওয়া হয়নি। পরে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়েছেন।

কারখানার শ্রমিক ললিতা বলেন, আমাকে এডমিন রুমে ডেকে নিয়ে হিজাব খুলতে বলা হয়। হিজাব খুললে ২০০ টাকা পুরষ্কারও দিতে চায় তারা। আর যদি হিজাব না খোলা হয়, তাহলে শ্রমিকদের ২০০ টাকা জরিমানা স্বরূপ কেটে নেওয়া হয়। 

বিষয়টি নিয়ে কারখানার সুপারভাইজার মো. ফেরদৌস হোসেন তালুকদার বলেন, আমি তিন বছর ধরে এই কারখানার কাজ করি। প্রায় দেড় মাস হলো হিজাব না পরার এই কার্যক্রম কারখানার ভেতরে চলছে। কারখানা কর্তৃপক্ষ আমাকে প্রথমে বলছে আমার আন্ডারে যে শ্রমিকরা রয়েছে সবাইর হিজাব খুলে ফেলার জন্য। পরে আমি না কারলে ২০ হাজার টাকাসহ প্রায় ৭০ জন শ্রমিক মাথাপিছু ২০০ টাকা করে দেওয়ার কথা বলে কারখানা কর্তৃপক্ষ। কিন্তু আমি একজন মুসলিম হিসেবে এটা করতে পারিনি। তাই কারখানায় আজ শ্রমিকদের সঙ্গে আমাকেও ঢুকতে দেয়নি। শুধু তাই নয়, হিজাব পরিহিতা শ্রমিকদের গত মাসের বেতন কম দিয়েছে। শ্রমিকরা হিজাব পরে আসায় তাদের হিজাব ও বোরখা খুলে নেওয়ার চেষ্টা করা হয়েছে। এছাড়া সেকশনের ফ্যান বন্ধ করে গরমের মধ্যে শ্রমিকদের শাস্তি দেওয়া হয়েছে।’ 

তিনি আরো বলেন, ’হিজাব পরে কাজ করতে সমস্যা হয় না-এমন কথা শ্রমিকরা বারবার বললেও কর্তৃপক্ষ তা মানতে নারাজ। যখন কোনভাবেই হিজাব খুলতে পারেনি, তখন পুরো সেকশনের শ্রমিকদের বের করে দেওয়া হয়েছে।  

এসব বিষয়ে জানতে কারখানার এডমিন ম্যানেজার হাশেম ইমরানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।  

স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি আল-কামরান বলেন, ‘শ্রমিকদের হিজাব পরায় শাস্তি হিসাবে ২০০ টাকা কেটে নেওয়া, টানাটানি করে হিজাব খোলার চেষ্টা করা অত্যন্ত অন্যায় কাজ। আমরা কারখানা কর্তৃপক্ষকে বলবো, হিজাব নিয়ে বাড়াবাড়ি করবেন না। নচেৎ এলাকাবাসী, শ্রমিক শ্রেণিসহ সর্বস্তরের লোকজনকে নিয়ে আমরা আন্দোলনে নামবো।’

এ বিষয়ে শিল্পপুলিশ -১ এর উপ-পরিদর্শক (এসআই) মিরন বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসেছি এবং বিষয়টি জানার চেষ্টা করছি। অভিযোগ পেলে সঠিক ঘটনা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ’