| |
               

মূল পাতা জাতীয় বঙ্গোপসাগরে জাহাজডুবি : নিখোঁজ ১৩ জনকে উদ্ধার


বঙ্গোপসাগরে জাহাজডুবি : নিখোঁজ ১৩ জনকে উদ্ধার


রহমত ডেস্ক     16 April, 2022     10:00 PM    


নোয়াখালীর ভাসানচর উপকূলে বঙ্গোপসাগরে কয়লা বোঝাই সজল তন্ময়-২ নামে একটি লাইটার জাহাজ ডুবির ঘটনায় নিখোঁজ জাহাজে থাকা ১৩ ক্রু কে উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে একটি বড় জাহাজে লোকজন তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করে।  

এর আগে চট্টগ্রাম থেকে প্রায় ৯০০ টন কয়লা নিয়ে ঢাকার মিরপুরে যাওয়ার পথে চট্টগ্রাম ঢাকা নৌ রুটের নিউ চ্যানেল-৮ পয়েন্টে সাগরের জোয়ারের প্রবল ধাক্কায় শনিবার সকালে জাহাজটি উল্টে যায়।  

ভাসানচর কোস্টগার্ডের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল মোমিন বিষয়টি নিশ্চিত করে জানান, নোয়াখালীর ভাসানচর থেকে ১২ নটিক্যাল মাইল দূরে গাঙ্গিরার চর থেকে ৫ কিলোমিটার দক্ষিণে সাঙ্গুর কাছাকাছি এ জাহাজ ডুবির ঘটনা ঘটে। এটি নোয়াখালীর দ্বীপ হাতিয়ার মধ্যে পড়ে।

তিনি আরও বলেন, সকাল সাড়ে ৯টার দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে অভিযানে রয়েছি। ‘জাহাজে থাকা নিখোঁজদের উদ্ধারে নৌবাহিনীর পাশাপাশি ক্রোস্ট গার্ডের একটি দলও ছিল। দুপুর আড়াইটার দিকে একটি বড় জাহাজের সহায়তায় তাদের উদ্ধার করা হয়েছে।