| |
               

মূল পাতা স্বাস্থ্য এক সপ্তাহে আরো ৮৬১২ ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি


এক সপ্তাহে আরো ৮৬১২ ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি


স্বাস্থ্য ডেস্ক     07 April, 2022     08:05 PM    


গত এক সপ্তাহে রাজধানীর মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ-আইসিডিডিআর,বি হাসপাতালে সাড়ে ৮৬১২ ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। আজ (৭ এপ্রিল) বৃহস্পতিবার বিকালে আইসিডিডিআর,বির মিডিয়া ম্যানেজার তারিফ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তারিফ হাসান জানান, আইসিডিডিআর,বি হাসপাতালে গত এক সপ্তাহে আট হাজার ৬১২ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন। সবমিলিয়ে গত ১৬ মার্চ থেকে এ পর্যন্ত ২৮ হাজার ৫৩ জন ডায়রিয়া আক্রান্ত রোগী হাসপাতালটিতে ভর্তি হয়েছেন। গত ১৬ মার্চ এক হাজার ৫৭ জন ডায়রিয়া আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরদিনই (১৭ মার্চ) আরও এক হাজার ১৪১ জন রোগী ভর্তি হন। এরপর যথাক্রমে ১৮ মার্চ এক হাজার ১৭৪ জন, ১৯ মার্চ এক হাজার ১৩৫ জন, ২০ মার্চ এক হাজার ১৫৭ জন, ২১ মার্চ এক হাজার ২১৬ জন, ২২ মার্চ এক হাজার ২৭২ জন ভর্তি হন।

আইসিডিডিআর,বি সূত্রে জানা গেছে, ১ এপ্রিল এক হাজার ২৭৪ জন, ২ এপ্রিল এক হাজার ২৭৪ জন, ৩ এপ্রিল এক হাজার ১৭১ জন, ৪ এপ্রিল এক হাজার ৩৮৩ জন, ৫ এপ্রিল এক হাজার ৩৭৯ জন, ৬ এপ্রিল আরও এক হাজার ৩৭০ জন এবং আজ (৭ এপ্রিল) দুপুর দুইটা পর্যন্ত ৭৬১ জন ডায়রিয়া আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ২৩ মার্চ এক হাজার ২৩৩ জন, ২৪ মার্চ এক হাজার ১৭৬ জন, ২৫ মার্চ এক হাজার ১৩৮ জন, ২৬ মার্চ এক হাজার ২৪৫ জন এবং ২৭ মার্চ এক হাজার ২৩০ জন, ২৮ মার্চ এক হাজার ৩৩৪ জন, ২৯ মার্চ এক হাজার ৩১৭ জন, ৩০ মার্চ এক হাজার ৩৩১ জন, এবং ৩১ মার্চ এক হাজার ২৮৫ জন রোগী হাসপাতালটিতে ভর্তি হয়ে চিকিৎসা নেন।