| |
               

মূল পাতা জাতীয় মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর জামিনে মুক্তি


মাওলানা খালেদ সাইফুল্লাহ্ আইয়ুবী / ফাইল ছবি

মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর জামিনে মুক্তি


রহমত ডেস্ক     06 April, 2022     07:17 PM    


হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব ও  প্রখ্যাত ওয়ায়েজ মাওলানা খালেদ সাইফুল্লাহ্ আইয়ুবী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৬ এপ্রিল) বিকাল ৫ টার দিকে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি । 

তার নামে ৮ টি মামলা ছিল, সবগুলো থেকে তিনি জামিনে মুক্তি পেয়েছেন। বর্তমানে তিনি শারিরিকভাবে কিছুটা অসুস্থ বলে জানাগেছে।

গত বছর ২২ এপ্রিল (বৃহস্পতিবার) সাহরির পর মানিকগঞ্জের সিংগাইর থেকে তিনি গ্রেফতার হন। গ্রেফতারের সময় র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে বলেছিলেন বলেন, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর বিরুদ্ধে পল্টন থানায় মামলা ছিল। তাকে মানিকগঞ্জের সিংগাইর থেকে গ্রেফতার করা হয়েছে।