| |
               

মূল পাতা জাতীয় গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে আজ


গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে আজ


রহমত ডেস্ক     05 April, 2022     10:07 AM    


গ্যাস সরবরাহ আজ মঙ্গলবার (৫ এপ্রিল) স্বাভাবিক হতে পারে বলে আশা করা হচ্ছে। গতকাল সোমবার রাতেই বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। 

মঙ্গলবার (৫ এপ্রিল) বিবিয়ানা গ্যাসক্ষেত্রটির দায়িত্বে থাকা মার্কিন বহুজাতিক কোম্পানি শেভরন এ কথা জানায়। 

শেভরন থেকে জানানো হয়, বিবিয়ানা গ্যাসক্ষেত্রে রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ করা ছয়টি কূপের মধ্যে তিনটিই সোমবার সন্ধ্যায় চালু করা হয়েছে। বাকি তিনটি মঙ্গলবার চালু হবে।

শেভরন বাংলাদেশের মুখপাত্র শেখ জাহিদুর রহমান জানান, ছয়টি কূপ রক্ষণাবেক্ষণের কাজ চলছে। এর মধ্যে (সোমবার) সন্ধ্যায় তিনটি কূপ রক্ষণাবেক্ষণ শেষে চালু করা হয়েছে। বাকি তিনটা মঙ্গলবারের মধ্যে চালু হবে।

উল্লেখ্য, রক্ষণাবেক্ষণের কারণে বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে সরবরাহ বিঘ্নিত হওয়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে রমজানের শুরু থেকেই গ্যাস সংকট চলছিলো।