| |
               

মূল পাতা স্বাস্থ্য করোনাভাইরাস করোনায় বিশ্বে এক দিনে মৃত্যু ২৩২৫, শনাক্ত ৭ লাখ


করোনায় বিশ্বে এক দিনে মৃত্যু ২৩২৫, শনাক্ত ৭ লাখ


রহমত ডেস্ক     05 April, 2022     11:55 AM    


করোনা মহামারিতে গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন দুই হাজার ৩২৫ জন। এসময়ে শনাক্ত হয়েছে ছয় লাখ ৯৩ হাজার ৬২৫ জন। মঙ্গলবার (০৫ এপ্রিল) সকালে করোনার সংক্রমণ ও মৃত্যুর হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডেমিটারের তথ্য বলছে, মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৪৯ কোটি ২২ লাখ ৯০ হাজার ২৭৪ জন। মারা গেছে ৬১ লাখ ৭৮ হাজার ৬৬৭ জন।

তথ্য অনুযায়ী, বিশ্বে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা পাঁচ কোটি ৮৫ লাখ ৮৬ হাজার ৭২৬ জন। এর মধ্যে পাঁচ কোটি ৮৫ লাখ ৩১ হাজার ৩৩৯ জন মৃদু উপসর্গ বহন করছেন। গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৩৮৭ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার সবচেয়ে বেশি এক লাখ ২৭ হাজার ১৯০ জন শনাক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। এসময়ে দেশটিতে মৃত্যু হয়েছে ২১৮ জনের।