| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব সৌদিতে ভিক্ষুক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৭১৯


সৌদিতে ভিক্ষুক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৭১৯


মুসলিম বিশ্ব ডেস্ক     03 April, 2022     12:09 PM    


সৌদি আরবে ভিক্ষুক বিরোধী অভিযানে বিভিন্ন অঞ্চল থেকে ৩৭১৯ ভিক্ষুক আটক করা হয়েছে। দেশটির সংবাদমাধ্যম সৌদি গেজেট এক প্রতিবেদনে জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে অন্তত তিন হাজার ৭১৯ জন ভিক্ষুককে আটক করেছেন সৌদি নিরাপত্তা বাহিনী। সৌদি আরবে বর্তমানে সব ধরনের ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ। ভিক্ষাবৃত্তি বন্ধে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে দেশটির নিরাপত্তা বাহিনীর পাবলিক সিকিউরিটি।

শনিবার (২ এপ্রিল) এক বিবৃতিতে দেশটির পাবলিক সিকিউরিটি জানিয়েছে, ভিক্ষুকদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসাবে গত ২২ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত অভিযান চালানো হয়। সপ্তাহব্যাপী এই অভিযানে গ্রেপ্তারের পাশাপাশি ভিক্ষুকদের ভিক্ষার অর্থও জব্দ করা হয়েছে।

ভিক্ষাবৃত্তিতে জড়িত থাকা, ভিক্ষুকদের জড়ো করে কৌশলে ব্যবসার চেষ্টা বা কোনো ভিক্ষুক গ্রুপকে সহায়তা করলে তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হয়।

উল্লেখ্য, ভিক্ষাবৃত্তি বন্ধে কঠোর নিয়ম-কানুন করেছে সৌদি সরকার। এছাড়া গত বছরই ‘অ্যান্টি বেগিং ল’ বা ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে আইন নামে একটি আইন পাস করেছে। এই আইন অনুযায়ী, কেউ ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত থাকলে তাকে গ্রেফতার করা হবে। সেই সঙ্গে শাস্তি হিসাবে সর্বোচ্চ এক বছরের জেল ও ২২ লাখ ৭২ হাজার ৬৬ টাকা (এক লাখ সৌদি রিয়াল) জরিমানা হবে।

ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত কাউকে উৎসাহিত ও সাহায্য করলে তিনিও এই আইনে শাস্তি পাবেন। এ ক্ষেত্রে জড়িতদের সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা ১১ লাখ ৩৬ হাজার ৩৩ টাকা (৫০ হাজার সৌদি রিয়াল) জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়া হবে।