| |
               

মূল পাতা আন্তর্জাতিক শ্রীলঙ্কায় কারফিউ ভেঙে বিক্ষোভ


শ্রীলঙ্কায় কারফিউ ভেঙে বিক্ষোভ


আন্তর্জাতিক ডেস্ক     03 April, 2022     07:13 AM    


শ্রীলঙ্কার বেশ কয়েকটি শহরে কারফিউ অমান্য করে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করা হয়েছে। রাজধানী কলম্বোতে সরকার বিরোধী বিক্ষোভকারীরা কয়েক ঘণ্টার জন্য জড়ো হয়েছিল। পরে তাদের সরিয়ে দেয় নিরাপত্তা বাহিনী। কিন্তু ক্যান্ডিতে শিক্ষার্থীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও জলকামান ছুড়েছে পুলিশ।

শুক্রবার নিজ বাসভবনের কাছে সংঘর্ষের পর প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ৩৬ ঘণ্টার কারফিউ জারি করেন।

কর্তৃপক্ষের লিখিত অনুমতি ব্যতীত জনগণকে যেকোনো সড়ক, পার্ক, ট্রেন বা সমুদ্রতীরে অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটে রয়েছে শ্রীলঙ্কা। এর জেরে দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। বিক্ষোভ ঠেকাতে দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ৩৬ ঘণ্টার কারফিউ জারি করেন। স্থানীয় সময় সোমবার (০৪ এপ্রিল) সকাল ৬টা (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টা) পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।

সূত্র : বিবিসি