রহমত ডেস্ক 02 April, 2022 03:18 PM
রমজানে বাজার স্থিতিশীল রাখতে কমিটি করেছে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই। এ কমিটি সরকার বেঁধে দেয়া দামে পণ্য বিক্রি হচ্ছে কিনা তা মনিটরিং করবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন।
শনিবার (০২ এপ্রিল) এফবিসিসিআই ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তিনি কথা বলেন।
এসময় অসৎ ব্যবসায়ীদের উদ্দেশ্যে কঠোর হুশিয়ারি দিয়ে জসিম উদ্দিন বলেন, যারা বাজার নিয়ে কারসাজি করবে তাদের সাথে এফবিসিসিআই নেই।
অনুষ্ঠানে নিত্য পণ্যের দাম বৃদ্ধির পেছনে নানা বাস্তবতা তুলে ধরেন ব্যবসায়ীরা। আমদানি পর্যায়ে কর কমানোর ঘোষণা দিলেও এখনো পুরোনো হারেই কর নেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন ব্যবসায়ীরা।
অনুষ্ঠানে ক্যাবের প্রতিনিধি বলেন, ট্রাফিক পুলিশের মামলা-জরিমানার জন্যেও নিত্যপণ্যের দামে নেতিবাচক প্রভাব পড়ছে। এছাড়া ক্রেতাদের অতিরিক্ত কেনার প্রবণতা থেকে বের হয়ে আসার আহ্বান জানান বক্তারা।