| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব অনাস্থার ওপর ভোটাভুটির সময় 'চমক' দেখানোর ঘোষণা ইমরান খানের


অনাস্থার ওপর ভোটাভুটির সময় 'চমক' দেখানোর ঘোষণা ইমরান খানের


মুসলিম বিশ্ব ডেস্ক     02 April, 2022     12:53 PM    


পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, তার জীবন বিপন্ন। তবে তিনি ভীত নন; স্বাধীন এবং গণতান্ত্রিক পাকিস্তানের জন্য শেষ পর্যন্ত লড়াই করে যাবেন। রোববার অনুষ্ঠেয় আস্থাভোটের আগে গতকাল (শুক্রবার) এআরওয়াই নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। 

পাক প্রধানমন্ত্রী বলেন, প্রাণহানির আশঙ্কা তো আছেই, সেই সঙ্গে বিরোধীরাও তাকে সরাতে মরিয়া হয়ে উঠেছে। সে কারণে বিদেশি শক্তির সঙ্গেও হাত মিলিয়েছে তারা। তবে সেই ভয়ে তিনি পিছপা হবেন, এমনটা ভাবার কোনো কারণ নেই। 

ইমরান খান বলেন, দেশের মানুষকে এটা জানাতে চাই, আমার প্রাণহানির আশঙ্কা তো আছেই, বিরোধীরা আমার চরিত্রহনন করতেও ছাড়ছে না। এমনকি আমার স্ত্রীর চরিত্র তুলেও আক্রমণ করছে।

তিনি বলেন, স্বাধীন এবং গণতান্ত্রিক পাকিস্তানের জন্য যত দূর লড়াই করতে হয় করব। এজন্য আমার প্রাণহানির আশঙ্কা থাকলেও ভয় পাই না।

ইমরান আরও দাবি করেন, ক্ষমতায় টিকে থাকার জন্য তার সামনে তিনটি পথ বেছে দেওয়া হয়েছে। আর সেই পথ বেছে দিয়েছে ‘প্রতিষ্ঠান’। এরমধ্যে একটি হলো আস্থাভোট, দ্বিতীয়টি দ্রুত নির্বাচন এবং তৃতীয় পথ ইস্তফা। 

অনাস্থা প্রস্তাবের বিষয়ে তিনি বলেন, রোববার পার্লামেন্টে যখন অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে তখন তিনি 'আরেকটি চমক' আনবেন।

পাক প্রধানমন্ত্রী বলেন, ''আস্থা ভোটে যদি আমরা জয় পাই, আমরা এই বিশ্বাসঘাতকদের সঙ্গে আর কাজ করতে পারব না। নির্ধারিত সময়ের আগে নির্বাচন ডেকে নেওয়ার এখন শ্রেষ্ঠ উপায়।“

সাক্ষাৎকারে ইমরান খান জানান, একটি বিদেশি দেশের পাঠানো 'চিঠিতে' বলা হয়েছে, তিনি ক্ষমতায় থাকা পর্যন্ত দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে যেতে পারবে না। আমাদের দূতকে বলা হয়েছে- ইমরান খান অগ্রহণযোগ্য এবং তাকে অপসারণ করা উচিত। প্রধানমন্ত্রী ইমরান খানের অপসারণের পরে দ্বিপক্ষীয় সম্পর্কের দিকে নজর দেওয়া হবে। 

এদিকে, কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত ভাষায় চিঠি দিয়ে হুমকি দেওয়ার ঘটনায় ইসলামাবাদে নিযু্ক্ত মার্কিন মিশনের ভারপ্রাপ্ত উপপ্রধানকে গতকাল তলব করেছিল পাকিস্তান।

-পার্সটুডে