| |
               

মূল পাতা রাজনীতি বিএনপি-আ.লীগ নয়, তৃতীয় শক্তির উত্থান ঘটাতে হবে: নুর


বিএনপি-আ.লীগ নয়, তৃতীয় শক্তির উত্থান ঘটাতে হবে: নুর


রহমত ডেস্ক     01 April, 2022     08:27 PM    


দেশের অবস্থা পরিবর্তনের জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় তৃতীয় শক্তির উত্থান ঘটাতে হবে বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর। তিনি বলেন, বিএনপি ও আওয়ামী লীগ এ দুই শক্তি আবার ক্ষমতায় এলে দেশের অবস্থার পরিবর্তন হবে না।

শুক্রবার (১ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅধিকার পরিষদের সহযোগী সংগঠন শ্রমিক অধিকার পরিষদের সমাবেশে তিনি এ কথা বলেন। এসময় আশপাশে উপস্থিত নেতাকর্মীরা ‘এই মুহূর্তে দরকার, রেজা-নূরের সরকার’ বলে স্লোগান দিতে থাকেন।

নুর বলেন, ‘আপনারা বিএনপি ও আওয়ামী লীগ সরকারকে অনেক দেখেছেন। তারা এরশাদের কথা বলে। অথচ গত ত্রিশ বছরতো দুই দলই দেশ চালিয়েছে। দেশের অবস্থা কী করেছে আপনারা দেখেছেন। এখন তরুণদের হাতে একবার ক্ষমতা দিয়েই দেখুন, তারা কী করতে পারে’ বলেন ডাকসুর সাবেক এই ভিপি।

তিনি বলেন, ‘সরকার শ্রমিকদের অধিকারের কথা বলে। অথচ রানা প্লাজা ট্রাজেডির পর প্রেস ক্লাবের সামনে যখন অসহায় শ্রমিকরা অবস্থান নেয়, তখন রাষ্ট্রপতির জন্য রাস্তা খালি করতে সেই শ্রমিকদের পিটিয়ে সরিয়ে দিয়েছিল।’