| |
               

মূল পাতা জাতীয় রূপপুর প্রকল্পে কাজাখস্তান নাগরিককে ছুরিকাঘাতে হত্যা


রূপপুর প্রকল্পে কাজাখস্তান নাগরিককে ছুরিকাঘাতে হত্যা


রহমত ডেস্ক     27 March, 2022     12:07 PM    


পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত ভলাদিমির শভেট (৫২) নামের কাজাখস্তানের এক নাগরিককে হত্যা করা হয়েছে। ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়। এ সময় একজন গুরুতর আহতও হয়েছেন। তার অবস্থা খুবই সংকটাপন্ন। এ ঘটনায় জড়িত সন্দেহে বেলারুশের তিন নাগরিককে আটক করা হয়েছে। 

শনিবার (২৬ মার্চ) রাতে ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের নতুনহাটে গ্রিনসিটি প্রকল্পের ৬ নং ভবনের একটি কক্ষে এ ঘটনা ঘটে। 

ভলাদিমির শভেট প্রকল্পের নিকিম নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানে কাজ করতেন। আহত তাজাকিস্তানের আরেক নাগরিকের অবস্থাও খুবই সংকটাপন্ন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 

রোববার (২৭ মার্চ) সকালে বিষয়টি করে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মাসুদ আলম জানান, আর্থিক লেনদেন নিয়ে বেলারুশ নাগরিকদের সঙ্গে কাজাখস্তান নাগরিক ভ্লাদিমিরর দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের জেরে শনিবার সন্ধ্যার পর গ্রিনসিটি প্রকল্পের ৬ নম্বর ভবনের একটি কক্ষে ছুরিকাঘাতে তিনি মারা যান। আহত হন আরেকজন।

তিনি আরও বলেন, রাতে গ্রিনসিটি থেকে ভ্লাদিমিরের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভলাদিমির শভেটের পিঠে ৪-৫টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, আর্থিক লেনদেনের বিষয় নিয়ে উভয়ের মধ্যে মারামারির কারণে সে নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। তারা সবাই বেলারুশের নাগরিক।