| |
               

মূল পাতা জাতীয় একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত: পররাষ্ট্রমন্ত্রী


পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন (ফাইল ছবি)

একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত: পররাষ্ট্রমন্ত্রী


রহমত ডেস্ক     26 March, 2022     12:41 PM    


একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, একাত্তরে নির্যাতন, গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়া ও দোষীদের শাস্তি দেয়া উচিত। এখনো ক্ষমা না চাওয়ায় পাকিস্তানের লজ্জিত হওয়া উচিত।

শনিবার (২৬ মার্চ) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

পরে ইউক্রেন ইস্যু প্রসঙ্গে বলেন, বাংলাদেশ শান্তির পক্ষে। যুদ্ধ বন্ধ ও ইউক্রেনের বাসিন্দারা যেনো মানবিক সহায়তা পায় সেটাই চায় বাংলাদেশ। তাই মানবাধিকার ইস্যুতে ইউক্রেনে মানবিক সংকট নিরসনের প্রস্তাবের পক্ষে জাতিসংঘে ভোট দেয়া হয়েছে।

তবে, ইউক্রেনের পক্ষে ভোট দেয়ায় রাশিয়ার পক্ষ থেকে কোনো ক্ষোভের কারণ নেই বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ভোট দেয়ার ফলে কিছুটা চাপ আসলেও তা সামাল দেয়া সম্ভব।