রহমত ডেস্ক 24 March, 2022 05:26 PM
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, পদ্মা সেতু চালু হলে বরিশালের অর্থনৈতিক গুরুত্ব বৃদ্ধি পাবে। বরিশাল দেশের দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার। নৌপথ ও আকাশপথে এখনো যোগাযোগ রয়েছে এই অঞ্চলের সঙ্গে। পদ্মা সেতু হলে বরিশালের সঙ্গে দেশের যেকোনো অংশের দূরত্ব যেমন কমবে তেমনি এই অঞ্চল গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কবি জীবনানন্দ দাশ, শের-ই-বাংলা এ কে ফজলুল হকসহ অসংখ্য গুনীজনদের পুণ্যভূমি বরিশাল আসতে পেরে আনন্দিত ও নিজেকে সৌভাগ্যবান মনে করছি।
আজ (২৪ মার্চ) বৃহস্পতিবার সকালে বরিশাল রিপোর্টাস ইউনিটিতে বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। বরিশাল রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী শাহ রিয়াজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান স্বপন, ভারতীয় হাইকমিশনের খুলনা অঞ্চলের সেকেন্ড সেক্রেটারি অসীম কুমার শান্ত্রা, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, আব্দুল কাদের হাওলাদার প্রমূখ। মতবিনিময় সভার পূর্বে বিক্রম কুমার দোরাইস্বামীকে উত্তরীয় ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুশফিক সৌরভ ও দপ্তর সম্পাদক রাসেল হোসেন।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: বরিশাল বরিশাল বরিশাল সদর