| |
               

মূল পাতা রাজনীতি ‘তারাশে বঙ্গবন্ধুর ম্যুরালে মাহফিলে পোস্টার লাগানো গভীর ষড়যন্ত্র’


‘তারাশে বঙ্গবন্ধুর ম্যুরালে মাহফিলে পোস্টার লাগানো গভীর ষড়যন্ত্র’


রহমত ডেস্ক     20 March, 2022     10:09 PM    


সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলায় বঙ্গবন্ধুর ম্যুরালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পী মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের মাহফিলের পোস্টার লাগানোর ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, বঙ্গবন্ধুর ম্যুরালে ওয়াজ মাহফিলের পোস্টার লাগিয়ে কে বা কারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আজ (২০ মার্চ) রবিবার বিকালে দলের প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, যাদের মাঝে দীনের দরদ আছে, নীতি নৈতিকতা সম্পন্ন, ইসলামের ভালোবাসা হৃদয়ে লালন করে, তাদের মাধ্যমেই এ জাতীয় কোন কাজ কখনো সম্ভব নয়। ইসলামবিদ্বেষী চিহ্নিত গোষ্ঠী ষড়যন্ত্রের মাধ্যমে এলাকার ধর্মপ্রাণ মানুষকে হয়রানি করতেই এই দুর্ঘটনার জন্ম দিয়েছে। আমাদের বিশ্বাস, প্রশাসন ও গোয়েন্দা সংস্থা নিরপেক্ষ তদন্ত করলে প্রকৃত অপরাধী বেরিয়ে আসবে। এ ঘটনাকে কেন্দ্র করে সাধারণ নিরীহ ও নিরাপরাধ মানুষকে হয়রানী কোনভাবেই মেনে নেয়া যায় না। তিনি বলেন, সারাদেশের স্পর্শকাতর স্থানগুলোকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসলে বিভিন্ন অপরাধের রহস্য বের সহজ হবে এবং নিরীহ মানুষও হয়রানীর শিকার হবে না। এজন্য বিভিন্ন অজুহাতে নিরীহ ও নিরাপরাধ মানুষ যেন হয়রানীর শিকার না হয় সে ব্যভস্থা গ্রহণ করতে হবে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কিন্তু তা না করে সন্দেহজনকভাবে নিরীহ নিরাপরাধ টুপি-দাড়িওয়ালাদের গ্রেফতার ও হয়রানী মেনে নেয়া হবে না।