| |
               

মূল পাতা সারাদেশ পুলিশের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ


পুলিশের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ


মফস্বল ডেস্ক     19 March, 2022     11:11 AM    


মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের বিরুদ্ধে এক এসএসসি পরীক্ষার্থীকে তিনদিন আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (১৮ মার্চ) দুপুরে শহরের কলেজ রোড এলাকায় একটি বাড়িতে সংবাদ সম্মেলন করে অভিযুক্তদের বিচার ও ওই শিক্ষার্থীর মুক্তির দাবি করেছেন তার পরিবার।

ভুক্তোভোগী ওই শিক্ষার্থীর নাম সানি ব্যাপারী (১৬)। সে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের ফাসিয়াতলা এলাকার কুদ্দুস ব্যাপারীর ছেলে এবং কালিনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিবেন।

সংবাদ সম্মেলনে সানির পরিবার অভিযোগ করে, গত ৭ ফেব্রুয়ারি খুন হন কৃষকলীগ নেতা মানিক সরদার। এই ঘটনায় নিহতের স্ত্রী সীমা খানম বাদী হয়ে কালকিনি থানায় ১৭ জনকে আসামি করে মামলা করে।  

এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এসআই হিমেল মোবাইলে কল দিয়ে আসতে বললে গত সোমবার রাত ৯টার দিকে সানিকে সাথে নিয়ে মাদারীপুর জেলার গোয়েন্দা পুলিশের কার্যালয়ে হাজির হন পরিবারের লোকজন।  

জিজ্ঞাসাবাদ শেষে পরদিন সকালে তাদের হাতে তুলে দেওয়ার কথা থাকলেও বুধবার সানিকে মাদারীপুর পৌর এলাকা থেকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠায় পুলিশ। পরে আদালত সানিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংবাদ সম্মেলনে সানির ভাবি ইশরাত জাহান বলেন, সানিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক রেখে পুলিশ নির্যাতন চালায়। আমরা সানিকে আনতে গেলে তারা তালবাহানা শুরু করে। এক পর্যায় পুলিশ জানায়, সানিকে আদালতে চালান করা হয়েছে। ’

সানির দুলাভাই মহসিন কাজী বলেন, সানিকে তিনদিন আটকে রেখে নির্যাতনের পর বয়স ১৯ বছর দেখিয়ে আদালতে পাঠায় মামলার তদন্তকারী কর্মকর্তা হিমেল রানাসহ ডিবির অন্য সদস্যরা। আমরা পুলিশকে সানির বিষয়ে সব জানিয়েছি। সানি এবার এসএসসি পরীক্ষা দেবে। এসএসসির রেজিস্ট্রেশনে তার বয়স পহেলা জুলাই ২০০৬ সাল দেওয়া আছে।  

জন্মনিবন্ধনেও তাই দেওয়া। তবুও পুলিশ এসব বাদ দিয়ে সানির বয়স ৩ বছর বাড়িয়ে আদালতে পাঠিয়েছে। বয়স না বাড়ালে সানিকে কিশোর সংশোধানাগারে রাখা যেত। অথচ কিশোর হওয়ার পরেও সানিকে কারাগারে থাকতে হচ্ছে। পুলিশের এমন কাণ্ড দেখে আমরা হতবাক। আমরা ডিবি পুলিশের বিচার চাই ও সানির মুক্তি চাই। ’

মাদারীপুর আদালতের আইজীবি অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু বলেন, গ্রেপ্তারের পর আসামিকে ২৪ ঘণ্টার বেশি আটকে রাখার কোন সুযোগ নেই। আটকে রেখে নির্যাতন করা বেআইনি। অপ্রাপ্ত বয়স্ক হলে তার বিচার হওয়ার বিধান রয়েছে কিশোর আদালতে।

জানতে চাইলে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক হিমেল রানা বলেন, ‘মানিক সরদার হত্যা মামলায় সানিকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার কোর্টে চালান করা হয়েছে।'


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা মাদারীপুর মাদারীপুর সদর