| |
               

মূল পাতা রাজনীতি আগামী নির্বাচনের ওপর সবকিছু নির্ভর করছে : আমির খসরু


আগামী নির্বাচনের ওপর সবকিছু নির্ভর করছে : আমির খসরু


রহমত ডেস্ক     19 March, 2022     04:23 PM    


বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস‌্য আমির খসরু মাহমুদ চৌধুরী ব‌লে‌ছেন, দেশের জনগণের মধ্যে শঙ্কা কাজ করছে, আগামী নির্বাচন সুষ্ঠু হবে কিনা। জনগণ ভোট দিয়ে তাদের পছন্দমতো প্রতিনিধি বানাতে পারবেন কিনা। জীবনের নিরাপত্তা, সুষ্ঠু বিচার ব্যবস্থা সবকিছু নির্ভর করছে আগামী নির্বাচনের ওপর। এ অবস্থায় নির্বাচন সুষ্ঠু না হলে, দেশে এক ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি হবে।

আজ (১৯ মার্চ) শ‌নিবার দুপুরে জাতীয় প্রেস ক্লা‌বের তফাজ্জল হোসেন মা‌নিক মিয়া হ‌লে স্বাধীনতা অধিকার আন্দোলন আয়োজিত বিএন‌পির সা‌বেক মহাস‌চিব খোন্দকার দে‌লোয়ার হো‌সেন এবং আইনজীবী ও রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহ‌মেদের মৃত্যুবার্ষিকী উপল‌ক্ষে শোকসভা ও দোয়া মাহ‌ফি‌লে তি‌নি এসব কথা ব‌লেন। আ‌য়োজক সংগঠ‌নের সভাপ‌তি ড. কাজী ম‌নিরুজ্জামান ম‌নি‌রের সভাপ‌তি‌ত্বে সভায় উপ‌স্থি‌ত ছি‌লেন, বিএন‌পির ভাইস চেয়ারম‌্যান শামসুজ্জামান দুদু, ঢাকা মহানগর দ‌ক্ষিণ আহ্বায়ক আব্দুস সালাম, জাতীয় দ‌লের সভাপ‌তি এহছানুল হুদা, নির্বাহী ক‌মি‌টির সদস‌্য আবু না‌সের মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ।

আমির খসরু ব‌লেন, আজকে কষ্ট হয়, জনগণ জানতে চায়, বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে কি নেবে না। এ মুহূর্তে যারা জানতে চায়, বিএনপি নির্বাচনে অংশ নেবে কিনা, তারা কি চোখে দেখে না? তাদের কী বোধ শক্তি নাই? তাদের যদি বোধ শক্তি থেকে থাকে, তাহলে তাদের তো বুঝার কথা বাংলাদেশে কোনো নির্বাচন আছে কিনা। নির্বাচন থাকলে তো অংশগ্রহণের প্রশ্ন আসবে। যেখানে নির্বাচনই নাই দেশে, সেখানে প্রশ্ন কিসের। বিএনপি নির্বাচনে অংশ নেবে কি নেবে না, এটা তো প্রশ্ন করার দরকার নাই। জনগণ ভোট দিতে পারবে কি পারবে না, এটা প্রশ্ন করার দরকার আছে। সুতরাং বিষয়টি পরিষ্কার। অতএব এ প্রশ্ন যাতে আর কেউ না করে। আগা‌মী নির্বাচন য‌দি হয়, তাহলে সেটা হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। তাছাড়া নির্বাচন হ‌বে না।