| |
               

মূল পাতা সারাদেশ কেন্দুয়ায় দফায় দফায় সংঘর্ষ, নারীসহ আহত ১৫


কেন্দুয়ায় দফায় দফায় সংঘর্ষ, নারীসহ আহত ১৫


মফস্বল ডেস্ক     19 March, 2022     07:21 AM    


নেত্রকোনার কেন্দুয়ায় দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন নারীসহ উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৯ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পুলিশ।

পূর্বশত্রুতার জেরে শুক্রবার (১৮ মার্চ) দুপুর থেকে শুরু করে বিকেল পর্যন্ত উপজেলার নওপাড়া ইউপির জুরাইল গ্রামে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন- হালিমা আক্তার (৪৫), আব্দুস সালাম (৪২), হাসিনা আক্তার (৩৫), সুজনা আক্তার (৩২), আবুল হাশেম (৭৫), শিপন মিয়া (৩২), সুজা উদ্দিন (৩২), এনামুল হক (২৪), রেখা আক্তার (৩৫), সবুজ মিয়া (৪৫), রোকিয়া আক্তার (৫০), বাবুল মিয়া (৩৬), রবি মিয়া (১৫), হাবিবুর রহমান (১৮) ও রুমান মিয়া (২৩)।

এদের মধ্যে ছয়জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, বিলের লিজ নিয়ে মতিউর মিয়া গংদের সঙ্গে সেলিম মেম্বার গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ছাড়াও মসজিদের হিসাব-নিকাশ নিয়ে তাদের মধ্যে ঝামেলা চলছিল। এ নিয়ে থানায় বেশ কয়েকটি মামলাও হয়েছে। এরই জের ধরে শুক্রবার সংঘর্ষে লিপ্ত হয় উভয় পক্ষ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৯ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। পরিস্থিতি শান্ত হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ময়মনসিংহ নেত্রকোণা কেন্দুয়া