| |
               

মূল পাতা আন্তর্জাতিক যেকোনোভাবে পুতিনকে শেষ করে দেয়া হবে : মার্কিন সিনেটর


যেকোনোভাবে পুতিনকে শেষ করে দেয়া হবে : মার্কিন সিনেটর


আন্তর্জাতিক ডেস্ক     17 March, 2022     11:49 AM    


যেকোনোভাবে পুতিনকে শেষ করে দেয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ সিনেটর লিন্ডসে গ্রাহাম।  ইউক্রেনে রুশ আগ্রাসনের পর গত ৪ মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার আহ্বান জানিয়ে ছিলেন তিনি। এরপর নিজ দেশেই সমালোচনার শিকার হয়েছিলেন যুক্তরাষ্ট্রের এই সিনেটর। কিন্তু এতে তিনি বিচলিত না হয়ে ফের পুতিনকে হত্যার আহ্বান জানিয়েছেন প্রবীণ এই  আইনপ্রণেতা।

স্থানীয় সময় বুধবার (১৬ মার্চ) সাংবাদিকদের প্রশ্নের জবাবে গ্রাহাম পুতিনকে হত্যার এই আহ্বান জানান।

সাউথ ক্যারোলিনার রিপাবলিকান পার্টির এ সিনেটর বলেন, আমি আশা করি যেকোনোভাবে তাকে (পুতিন) শেষ করে দেয়া হবে। তারা কীভাবে তাকে শেষ করবে, সেটা আমার ভাবনার বিষয় নয়। আমরা হেগে (নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক অপরাধ আদালত) পাঠিয়ে তার বিচার করব কি না, সেটা নিয়েও ভাবছি না। আমি শুধু তার চলে যাওয়া (মৃত্যু) দেখতে চাই।

গ্রাহাম মনে করেন, রাশিয়ার প্রেসিডেন্টকে উৎখাতের একটা উপায় হলো তাকে হত্যা করা।

রিপাবলিকান পার্টির অতি রক্ষণশীল ঘরানার নেতা হিসেবে সিনেটর লিন্ডসে গ্রাহাম পরিচিত। তিনি ২০০২ সালে প্রথম সিনেটর নির্বাচিত হন। পরে ২০০৮, ২০১৪ ও ২০২০ সালে তিনি সিনেটর পুনর্নির্বাচিত হন।

 সুত্র : আরটি।