| |
               

মূল পাতা রাজনীতি ‘কর্ণাটক আদালতের রায় ব্যক্তি স্বাধীনতার উপর নগ্ন হস্তক্ষেপ’


‘কর্ণাটক আদালতের রায় ব্যক্তি স্বাধীনতার উপর নগ্ন হস্তক্ষেপ’


রহমত ডেস্ক     16 March, 2022     05:34 PM    


ভারতের কর্ণাটক রাজ্যের হাইকোর্ট হিজাব বিরোধী যে রায় প্রদান করেছে তা শুধু ভারতীয় ধর্মনিরপেক্ষ সংবিধান বিরোধীই নয় বরং ব্যক্তি স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপের শামিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা সরওয়ার কামাল আজিজি ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার। আজ (১৬ মার্চ) বুধবার দলের প্রচার সচিব আবদুল্লাহ আল মাসউদ খান স্বাক্ষরিত গণমাধ্যমের প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় এসব কথা বলেন।

নেতৃদ্বয় বলেন, নারীদের হিজাব ইসলাম ধর্মের অপরিহার্য অংশ নয়' এই ধরনের বক্তব্য শুধু আদালতের নয় পৃথিবীর কারো জন্যই প্রদান করার বৈধতা নেই। কারণ কুরআনের অলঙ্ঘনীয় বিধান পরিবর্তনের এখতিয়ার কারোরই নেই। এই রায় শুধু ভারতীয় নয় বরং গোটা বিশ্বের মুসলমানদের জন্য চরম আঘাত। এই রায় প্রদান করে বিচারপতিগণ তাদের স্বপদে বহাল থাকার বৈধতা হারিয়েছে। কারণ এর মাধ্যমে ধর্মনিরপেক্ষ চেতনার সংবিধান সমুন্নত রাখার শপথ সুস্পষ্টভাবে ল‌‌ঙ্ঘন করা হয়েছে। এই রায় গোটা বিশ্বে ভারতীয়দের নেতিবাচক ইমেজ তৈরী করবে। তাই অনতিবিলম্বে এই রায় ভারত সরকারের নিজের স্বার্থেই রায় রহিত করা উচিৎ। অনতিবিলম্বে এই রায় প্রত্যাহার করা না হলে বিশ্বব্যাপী ভারতীয়দের বয়কট করার ডাক দেওয়া হবে।