মূল পাতা আন্তর্জাতিক রাশিয়া ও ইউক্রেন যাচ্ছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী, জানালেন এরদোগান
আন্তর্জাতিক ডেস্ক 16 March, 2022 08:25 AM
এই সপ্তাহেই রাশিয়া ও ইউক্রেনে যাবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতি আলোচনার জন্য এ সফর করবেন তিনি। মন্ত্রীসভার বৈঠক শেষে এমন তথ্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।
মঙ্গলবার (১৫ মার্চ) এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স ও আল জাজিরা।
মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের উদ্দেশে এরদোগান বলেন, আমরা আজ আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে রাশিয়ায় পাঠাচ্ছি। আগামীকাল তিনি মস্কোতে আলোচনায় বসবেন। পরে বৃহস্পতিবার ইউক্রেন ভ্রমণ করবেন কাভুসোগলু। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী উভয় পক্ষের সাথে আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি এবং শান্তি অর্জনের জন্য প্রচেষ্টা চালাবেন।
এর আগে, ভ্লাদিমির পুতিন ও ভোলদিমের জেলেনস্কি; দুই নেতার সাথেই ভালো সম্পর্ক রাখতে চান বলে জানিয়েছেন এরদোগান। বলেন, রাশিয়ার সাথে সুসম্পর্ক থাকা সত্ত্বেও আমরা ইউক্রেনকে যেভাবে সমর্থন জানিয়েছি তা অনেক ন্যাটো সদস্যরাও করেনি
সূত্র, রয়টার্স ও আল জাজিরা।