| |
               

মূল পাতা সারাদেশ মেলান্দহে অতিরিক্ত সয়াবিন তেল মজুদ রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা


মেলান্দহে অতিরিক্ত সয়াবিন তেল মজুদ রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা


ওসমান হারুনী, জামালপুর প্রতিনিধি     14 March, 2022     10:12 PM    


জামালপুরের মেলান্দহে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সয়াবিন তেল মজুদের অভিযোগে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে মেলান্দহ বাজারে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুল ইসলাম এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

অভিযান চলাকালে বাজারের মেসার্স তপু এন্টারপ্রাইজের গুদামে ৩৭৩টি ড্রামে ৫৬ হাজার লিটার এবং জননী তেল ভান্ডারে ১৬৬টি ড্রামে ২৫ হাজার ৫শ লিটার মোট ৮১ হাজার ৫শ লিটার সয়াবিন তেল পাওয়া যায়। তারা দুই জন তেল ব্যবসায়ী হলেও তাদের কাছে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তেল মজুদ থাকায় তপু এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী শ্রী তপু সাহাকে ২০ হাজার টাকা এবং জননী তেল ভান্ডারের স্বত্তাধিকারী সিরাজুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় পুলিশ, প্রশাসন ও এনএসআইয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ময়মনসিংহ জামালপুর মেলান্দহ