মূল পাতা আন্তর্জাতিক তুরস্কে বৈঠকে বসতে যাচ্ছেন রাশিয়া- ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীরা
আন্তর্জাতিক ডেস্ক 10 March, 2022 09:35 AM
ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর প্রথমবারের মতো বৈঠকে বসতে যাচ্ছেন রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীরা। আজ (১০ মার্চ) বৃহস্পতিবার তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দু'দেশের মন্ত্রীদের এ বৈঠক।
এরইমধ্যে তুরস্কে পৌঁছেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। বৈঠকটি একটি স্থায়ী যুদ্ধবিরতির পথ খুলে দেবে বলেই আশা করছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। আলোচনার আগে আন্তর্জাতিক সমর্থনের আহ্বান জানিয়েছে তুরস্কে থাকা ইউক্রেনীয় শরণার্থীরা।
এর আগে, গত ৭ মার্চ রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে বেলারুশে তৃতীয় দফার আলোচনা হয়। গত ২৮ ফেব্রুয়ারি ও ৩ মার্চ বেলারুশের গোমেলে প্রথম ও দ্বিতীয় দফায় আলোচনায় বসেন দুই দেশের প্রতিনিধিরা। কিন্তু সেসব আলোচনা থেকে যুদ্ধ বন্ধের ব্যাপারে কার্যকর কোনো সিদ্ধান্ত আসেনি।
এদিকে, ইউক্রেনের মারিউপোলের একটি শিশু ও প্রসূতি হাসপাতালে বুধবারের হামলাকে 'যুদ্ধাপরাধ' বলে নিন্দা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খুব দেরি হয়ে যাওয়ার আগে যদি ইউক্রেন বৈশ্বিক সহায়তা না পায় তবে লাখো মানুষের মৃত্যু হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।