| |
               

মূল পাতা রাজনীতি মন্টু-সুব্রতর নেতৃত্বাধীন গণফোরামকে নিবন্ধন দিতে হাইকোর্টের রুল


মন্টু-সুব্রতর নেতৃত্বাধীন গণফোরামকে নিবন্ধন দিতে হাইকোর্টের রুল


রহমত ডেস্ক     08 March, 2022     11:22 PM    


মোস্তফা মহসীন মন্টু ও অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর নেতৃত্বাধীন গণফোরামকে কেন নিবন্ধন দেওয়া হয়নি তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (৮ মার্চ) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। এক সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন ও ড. কামাল হোসেনের নেতৃত্বে গণফোরামকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মহসিন রশিদ।

গত বছরের ৩ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিল অধিবেশনে নতুন এ কমিটি ঘোষণা করা হয়। সাংগঠনিক অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি নির্বাচনের জন্য বিষয় নির্বাচনী কমিটি গঠিত হয়। কমিটির সর্বসম্মতিক্রমে মোস্তফা মোহসীন মন্টুকে সভাপতি ও সুব্রত চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১৫৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করে। এরপর ২৭ জানুয়ারি মন্টু-সুব্রত কমিটি নিবন্ধন এবং প্রতীকের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেন। কিন্তু ১৬ ফেব্রুয়ারি ইসি ওই আবেদন খারিজ করে দেয়। কারণ ড. কামাল হোসেনের নেতৃত্ব গণফোরাম নির্বাচন কমিশনে নিবন্ধিত রয়েছে। এরপর তারা হাইকোর্টে রিট করেন।