| |
               

মূল পাতা জাতীয় ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে মাঠে নামছে ভোক্তা অধিকার


ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে মাঠে নামছে ভোক্তা অধিকার


রহমত ডেস্ক     03 March, 2022     08:30 AM    


অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের মাধ্যমে বাজারে ভোজ্যতেলের দাম ২০০ টাকায় পৌঁছেছে। সরকারের নির্ধারিত দামের চেয়ে সয়াবিন তেল অতিরিক্ত দামে বিক্রি ঠেকাতে যৌথ অভিযানে নামছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২ মার্চ) সন্ধ্যায় অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠক হয়েছে। সেখানে সব সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন। বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী গণমাধ্যমেও কথা বলেছেন। মন্ত্রীর বক্তব্যের পর আমাদের কোনো বক্তব্য নেই।

সফিকুজ্জামান বলেন, ভোক্তা অধিকার কী করবে, সেটা বাণিজ্যমন্ত্রী বলে দিয়েছেন। আমরা যৌথ অপারেশনে নামব। এটা যারা ম্যানুপুলেট করছেন, আমরা তাদের খুঁজে বের করব। আমাদের অপারেশন চলছে। আমরা একদম রুট লেভেলে চলে গেছি। কোথায় এটির ম্যানুপুলেট হচ্ছে, ডিলার-মিলার, সাপ্লায়ার সবাইকে আমরা শনাক্ত করছি।

এর আগে বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ, আমদানি, মূল্য পরিস্থিতি স্বাভাবিক এবং স্থিতিশীল রাখার লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আছে, ভোক্তা অধিকার আছে, যাদের এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা। আমরা এবার ডিসি এবং প্রশাসনের সাহায্য নিয়েছি। এ ধরনের কাজ (বেশি দামে পণ্য বিক্রি) যারা করবেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং মাঠ প্রশাসন বাজার মনিটরিং জোরদার করেছে। যৌক্তিক মূল্য নিশ্চিত করতে সরকার সবধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। উৎপাদনকারী এবং ভোক্তার স্বার্থ রক্ষায় সবকিছু করা হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ এবং মূল্য স্বাভাবিক রাখতে সবধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।