| |
               

মূল পাতা জাতীয় ৮ কোটি টাকা মুল্যের ১১ কেজি স্বর্ণ জব্দ


প্রতীকী

৮ কোটি টাকা মুল্যের ১১ কেজি স্বর্ণ জব্দ


রহমত ডেস্ক     28 February, 2022     08:48 AM    


প্রায় ৮ কোটি টাকা মুল্যের ১১ কেজি (৯৬টি বার) স্বর্ণ সহ দুই ব্যক্তিকে আটক করেছে ঢাকা এয়ারফ্রেইট কাস্টমস গোয়েন্দা। রবিবার (২৭ ফেব্রুয়ারি) কাস্টম গোয়েন্দার বিশেষ এক অভিযানে ডেলিভারি গেট থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, ফিরোজ আলম (২৫) মোহাম্মদ নিয়াতুল্লাহ (৪০)। চীন থেকে গার্মেন্টস সরঞ্জাম আমদানীর আড়ালে অবৈধভাবে এ স্বর্ণ নিয়ে আসা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে (উত্তরা) এয়ারফ্লাইট ইউনিটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ।

তিনি বলেন, এসময় গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে বান্ডেল খুলে ১৬ টি করে মোট ৩২টি স্বর্ণবার উদ্ধার করা হয়। ৩.৭১২ কেজির (প্রতিটি ১১৬ গ্রাম করে) মোট আনুমানিক মূল্য ৮ কোটি টাকা।

তিনি আরো বেলেন, ফেব্রিক্সের মধ্যে অত্যন্ত সুকৌশলে লুকিয়ে স্বর্ণবারসমূহ অবৈধভাবে সরকারি ধার্যকৃত শুল্ককরাদি ফাঁকি দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে দেশে আনা হয়েছে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মতৎপরতায় তা প্রতিরোধ করা সম্ভব হয়েছে। আটককৃত স্বর্ণবারগুললো কাস্টম হাউস, ঢাকার শুল্ক গুদামে জমার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে। তিনি বলেন, আটককৃত দুইজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও ফৌজদারী মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।